পাতা:সত্য ইতিহাসসার.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্য ইতিহাসসার। দ্বিতীয় ভাগ। ?--ജ്ജ১৩ ত্রয়োদশ অখ্যায় । চীন দেশীয় ফোহির বিবরণ। যে দুই জন ব্যবস্থাপকের বিবরণ পূৰ্ব্বেতে কথিত হইয়াছে, তাহার একজন স্নান্ত নগরের লুকণ দ্বিতীয় অাথিনী নগরের সলোন। সমুতি তৃতীয় ব্যবস্থাপর্কের বিবরণ কহিব ,তিনি চীন দেশীয়, ও তাহশর নাম ফোহি। সলেশনের মৃত্যুসময়ে, ঐ ফোহি জন্মিয়নছিলেন। " সেই সময়ে কুর রাজ্য আপন মহৈশ্বৰ্য্যেতে পরিপূর্ণ ছিলেন । চীন ন্মোকেরণ বলেন, যে নোআহ নামে একু ফোহি ছিলেন, এবপ২ তিনি মহাপুীবনের পরে চীন দেশের উত্তর ভাগে বসতি করিলে তাহাহইতে চীন • লোকের উৎপত্তি হুইল । এই কথা সত্য কি ন? তাহ নিশ্চয় হয় না।, ঐ জ্ঞানি ফোঁহি বাল্যাবস্থাতে ক্রীড়ানুরক্ত নLহইয়। বিদ্যাভ্যাসে ও সদাচারে অতি নিৰিষ্ট ছিলেন। ত্রয়োৰি-- শতি বর্ষ বয়স্ক হইলে তিনি চীন দেশের বিপ্লথগামি ও পাপমিরত লোকদিগকে সুশিক্ষণ দিতে প্রবৃত্ত হইয়া ধাৰ্ম্মিকতা ও সদ্বিবেচকতা প্রযুক্ত মহা সম্ভ্রান্ত ও উচ্চপদ প্রাপ্ত হইলেন। তিনি প্রথমে মনে করিলেন, যে আমি উচ্চ পদ প্রাপ্ত হইয়া লোকদের হিত চেষ্টা করিব,পরে উচ্চ পদ প্রাপ্ত হইয়া