বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

£ፃ কে ঐ রূপ প্রেম করিল। এই কারণ তুলিয় আপন স্বামিহত্যা করিলে ও তাকিনীয় নিজ ক হত্যা করিলে পরস্লর প্রেম প্রযুক্ত বিবাহ হইল। দেখ, এক দোষ ঘটনা হইতে ২ দোষান্তর উপস্থিত হয়,এই কারণ ঐ দুই নির্লজ্জ মানুষ স্বকীয় রাজাকে বধ করিতে চেষ্টা করিল, যখন তাকিনীয় ঐ রাজাকে বধ করিল, তথন তাহার কন্যা তুলিয়া বড় इयfौवडी হইল। এবণ২ পিতৃবধকারিকে প্ৰণাম করিতে গাড়িতে উঠিয় তাহার বন্ধটীতৈ গেল । সারথি পথের মধ্যে পতিত-রক্তাবৃত মৃত রাজশকে দেথিয় কন্যার শোক যেন না হয় তন্নিমিতে পথান্তর দিয়া যাইতে চাহিল ; কিন্তু তুলিয়া নিদয় হইয় তাহাকে সেই পথে যাইতে ক্রোধ পৰ্ব্বক অণজ্ঞা দিলেন। সারথি সেই অজ্ঞানুসারে গাড়ি চাল৭ইলে সেই গাড়ির চাকা বৃদ্ধ ও পকুকেশ রাজার রক্তের মধ্য ’দিয়া গেল। দেথ, ঐ কন্যার এই রূপ ক্রর কৰ্ম্ম শুবণ করিয়া কোন ব্যক্তির হৃৎ, কল্প ও রোমাঞ্চ না হয় ! যদ্যপি এই শ্বস্ত ঘণতি যামাতা' ঐ রাজ্যের অধিপতি হইলেন, তথাপি প্রজাগণ র্ত্যহাকে ঘৃণা করিল । রাজ্য প্রাপ্তির পর তাহার নাম তাকিনীয় সুখৰ্ব্ব হইল, অর্থাৎ তার্কিনীয় নামক অহঙ্করী। তিনি আপন পুত্রকে ও আত্ম সদৃশ করিলেন ; কেনন। তিনি সেকুট, নামে নিজ পুত্ৰকে গাৰীয় নগরে প্রেরণ করিয়া তাহাকে কহিলেন যে তুমি ভর্থীয় উপস্থিত হইয়ণ কহিবা, যে আমার পিতার দৌরাত্মোতে আমি পলায়ন করিয়া এখানে আসিয়াছি। পরে তন্নগরীয় লোকের তাহার প্রমুখা, ಕೆ. কথা শুনিয়া বিশ্বাস করিল, W3 তাহার প্রতি অনুগ্রহ করিয়া সময় ক্রমে তাহাকে অলপনাদের সেমাপতি করিলে তাহার পিতার অভিপ্রায় সিদ্ধ