বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8レー ছইল। পরে ঐ রাজপুত্র অপেন পিতার নিকটে তে প্রেরণ করিয়া সকল অষগত করাইল, যে এইক্ষণে কৰ্ত্তৰrশক ? পিতা উত্তর না দিয়া ঐ দূতকে উদ্যানের মধ্যে লইয়া পোস্ত বৃক্ষের উচ্চতর মস্তক সকল ছেদ করিলেন । দূতের সহিত কোন কথা কহিতে লিম্বা তাহার হস্তেলিপি প্রেরণ করিতে তাহার , শঙ্কা ছিল ; কেননা দুষ্ট লোক অাপন বিশ্বাসঘাণ্ডকতার ও জর্ডার প্রতিফৰ প্ৰাপ্তির শঙ্কাতে সতত উদিগ্ন থাকে। তথন সেকুট দূতৰাক্যে আপন পিতার দুষ্টাভিপ্রায় বোধ করিয়া ষ্টতদনুরূপ করিতে প্রবৃত্ত হইল ; তাহাতে নিঃসন্দিগ্ধ রূপে গাৰীয় নগরের তাবৎ প্রধান লোকের মম্ভৰু ছেদন করিল। ঐ নগয় বুদ্ধিমত্ত ও পরাক্রান্ত লোককর্তৃক রক্ষিত ল" হওয়াতে তাহার পিতা রোমীয় রাজা ঐ নগর আক্রমণ করিয়া স্বাধীন করিল। দে , যে, নগরীয় লোকেরা ঐ পুত্রকে অনুগ্রহ করিয়া' উচ্চপদাভিষিক্ত করিয়াছিল, সেই ব্যক্তি তাহাদিগকে অশেষ কুেশভাগী করিয়া শতুহন্তে সমপর্ণ করিল । ' " . . ...” ঐ, উভয়ের দুষ্টতার বিস্কৃতি,এই রূপে অতি স্বরায় হইল । সেকুট ও কল্লাতিন নামে এক রোমীয় প্রধান লোক ও অন্য . সেনাপতির সসৈন্য হইয় রোমের নিকটস্থ অাদিঋণ নগর , অবুরোধ করিয়া তথা থাকিয় এক দিবস ভোজন পীনে একত্র বসিয় আপন ২ ভাৰ্যার গুণবিষয়ে প্রশ~সা করিল। তাহাতে-কল্লাতিন কহিলেন, যে সৰ্ব্বাপেক্ষ আমার ভার্য্য। উত্তম । এই প্রকার সকলেই কহিলে পরে , স্বামিল্প অসন্নিধানে পত্নীরা কি কৰ্ম্মেতে প্রবৃত্ত হয়, তাহ। জয়নিৰনর নিমিত্তে সকলে অশ্বারা ইইয়। রোম নগরে গমন: করিলেন । তথা উপস্থিত হইয়ণ দেখিলেন, যে সকলের