পাতা:সত্য ইতিহাসসার.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిసి স্থানকর্তৃত্ব পদ পরিত্যাগ করিয়া পুনস্থার অyনার কৃষি কৰ্ম করিতে গমন করিলেন । তিনি ছয়.মাস %্যন্ত ঐ পদে থাকিতে পারিতেনঃ কিন্তু যাবৎ পর্যন্ত ঐ পদদ্বারা দেশের মঙ্গল হয় কেবল তাবৎ পর্যন্ত থাকিতে চাহিলেন । পরে তিনি অশীতি বর্ষ বয়স্ক হইলু পুৰ্ব্বার প্রধানকর্তার পদে নিযুক্ত ছিলেন। তৎকালেও তিনি সাহস ও জ্ঞান পৰ্ব্বক কৰ্ম্মকরিলেন । -greyএকবিংশতি অস্থায়ু দশ জন প্রধানকৰ্ত্তার বিবরণ। . সিনসিন্নাট প্রধানকৰ্ত্তার অল্প দিন-পুরে রোমি লোক সলোনের নিরূপিত উত্তম ব্যবস্থার সম্বাদ পাইলেন ; ও আপনাদের নিমিত্তে যেন ੋਜ ব্যবস্থা হয় ইহা বাঞ্ছ"করিয় তাহারা সলোনের ব্যবস্থা পাইবার জন্যে ও য়ুনানী লোকের ব্যবস্থা জানিবার নিমিত্তে আখিন নগরে তিন প্রধান দূত প্রেরণ করিলেন। দূতেরা তথাহইতে অঁাগত হইলে রোমি লোকেরণ 'নতনু কর্তৃত্ব পদস্থাপন করিলেন ; তাহাতে -দুই জন মন্ত্রির পরিবর্তে দশ জুন প্রধানকৰ্ত্ত নিরূপিত হইল। এই দশ জনের মধ্যে ঐ তিন জর দূতও গণিত হইল ; দশ জন এক পরামর্শ হইয়া মনোযোগ, পূৰ্ব্বক নৈপুণ্যভাৰে উত্তম ব্যবস্থা স্থির করিলেন । সেই ব্যবস্থা রুহুকাল পর্যন্ত চলিত হইল ; এবণ নানা দেশে এই ক্ষণেও প্রসিদ্ধা আছে; কিন্তুদশ জন প্রধানকৰ্ত্তার পদ কেৱল তিন ৰৎসর পর্যন্ত ছিল। পরে যে রূপে ঐ পদ রহিত হইল তাহ সমুতি কহিতেছি। এই দশের মধ্যে আপীয় কুর্দীয় নামে এক জন প্রধান কৰ্ত্ত বর্জিনীয়া-নামে এক সুন্দরী কন্যার সহিত আসক্তি