বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইতে দূৰ্বীকৃত ও কুরের শরণাপন্ন ক্লিয়ার্থ নামে স্লাভীয় এক জন য়ুনানী সৈন্যের প্রধান সেনাপতি ছিলেন। য়ুনানী সৈন্যেরা তখন জানিল না যে কাহার সহিত যুদ্ধ করিতে হইবে। পরে এক ভূতার বিরুদ্ধে অন্য ভাতার যুদ্ধোদ্যম জানিয় তাহারা অগ্নে সম্মত হইলন; পরে কাকুতি মিনতিদ্বারা স্বীকার করিল ! e * বাবেলহইতে প্রায় ষাটি ক্রোশ দূরবৰ্ত্তি কুনার নামে এক নগরের নিকটে ঐ য়ুনানী সৈন্য উপস্থিত হইলে কুরের জ্যেষ্ঠ ভাত সসৈন্য হইয়া যুদ্ধার্থে ঐ স্থানে উপস্থিত হইলেন। উভয় সৈন্যের পরল্পর সাক্ষাত হইলে যুদ্ধারম্ভ হইল। কুরের সৈন্যপরিমাণ এক লক্ষ তের হাজার, এব^ জ্যেষ্ঠ ভাতার বার লক্ষ সেনা ছিল। দেয়, পরল্পর জিঘাণ-সার্থে লক্ষ লক্ষ লোক একত্র হইল । উভয় সেনার মধ্যে সংগ্রামীয় শকট ছিল ; ঐ শকটের চক্রের ঘূরণ আলহইতে দুই পাশ্বে দুই তীক্ষু থভু নিৰ্গত হইত ; তাহাতে, বেগেতে শকট গমন করিলে সম্মুখবৰ্ত্তি লোক সকল ছিন্ন ভিন্ন হইয়া মারা পড়িত। সৈন্যের এক -প্রদেশে কুর জয়ী চুইয়া বোধ করিলেন,যে আমি সৰ্ব্বত্র জয়ী হইবঃ তাহা দেখিয়া তাহার স্বপক্ষ সেনাপতিরা তাহণকে ভৰিষ্যৎ রাজা বোধ করিয়া গৌরব করিতে লাগিলেন ; কিন্তু কিঞ্চিৎ কাল পরে তাহার জ্যেষ্ঠ ভাতাপুনৰ্ব্বার যুদ্ধার্থে আগত হইলে ভাতৃদ্বয়ের ও উভয় পক্ষীয় সৈন্যের ঘোরতর যুদ্ধ হইতে লাগিল। তাহাতে কুর মারা পড়িলেন। যেখানে ক্লিয়ার্থ সসৈন্য হইয়া যুদ্ধ করিতে ছিলেন, সেখানে তিনি জয়ী হুইলে “ফাৰ্শী সৈন্যকে পরাভূগ করিয়া বোধ করিলেন, যে কুর জয়ী হইয়ণ শৗযু আসি