পাতা:সত্য ইতিহাসসার.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

絮爆 o ড়েছেন এই অপেক্ষাতে তিনি যুদ্ধ ভূমিহইতে কিঞ্চিজুৱে" থাকিলেন। পরে যখন স্কুরের মরণ অৰধারিত হইল, তখন অহার ভুতি মুনানী র মধ্যে দূতগণকে প্রেরণ করিয়৷ কহিলেস; যে তোমাদের অস্ত্ৰ শস্ত্ৰ আনিয়ন আমাকে সমপর্ণ কর । তাছাত্তে তাহারণ উত্তর করিল, যে আমরা প্রাণ থাকিতে । যুদ্ধত্বইতে পরশমুখ হইব না, কিন্তু কখন পর রাজারও বন্দী হইব না । কিঞ্চিৎ কাল পরে ফাশা,লোকের ধূৰ্ত্ততাদ্বারা কুিয়ার্থ ধরা পড়িলেন ; যেহেতু তাছারা তাহাকে সৌহাদ পৰ্ব্বক ড়োজনে নিমন্ত্ৰণ করিয়া রাজাজ্ঞাতৃে তাহার মম্ভক ছেদ করিল, এবপ২ তাহার সমভিব্যাহাৰি সেনাপতিরাও ঐ রূপে মারা পড়িলেন। তখন য়ুনানীর সেনাপতিগণ হত হইলে তাহাদের অবশিষ্ট দশ সহস্ৰ সেনা অতি উদ্বিগ্ন হইল। " পরে সেনফোন নামে এক অাথিনীয় মানুষের পর মিশদ্বারা অন্য সেনাপতিগণ নিরূপিত হইলেন । তাহার মধ্যে ঐ সেনফোনও এক জন সেনাপতি হইলেন। এই দশ সহসু সেনার স্ব দেশে প্রত্যাগমনের বিবরণ প্রাচীন ইতিহাস গ্রন্থে আশ্চৰ্য্য ক্রুপে লিখিত আছে। দেখ, দেশমালনর চিত্রিত পটে ধাবেলহইতে য়ুনানী দেশ কত্ত দূরবত্তী হয় ? ইহার মধ্যে না কত রন্য ভূমি ও পৰ্ব্বত ও নদ ও নদী আছে ? ইহার মধ্যে সমুদ্র পার হইবার আবশ্যকতা হয় ; এব°১ দেখ, যে ২ দূৰ্গম দেশ অতিক্রম করিয়া তাছাদের গমন করিতে হয়, সেই ২'দেশীয় লোকের তাহদের বিপ্লক্ষ ছিল ; কিন্তু য়ুনানী সৈন্য এই সকল বাধা উত্তীর্ণ পৰ্ব্বক সৰ্ব্বত্র জয়ী হইয়া স্ব দেশে উপস্থিত হইল। সেনফোন নামে প্রধান সেনাপতি এই প্রত্যাগমনের বিবরণ সুন্দর রূপে