পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y A R. হিন্দুধর্মের পরীক্ষা। [৪ খণ্ডের চতুর্থ খণ্ড । হিন্দুশাস্ত্র লিখিত তাশ্চর্য ক্রিয়া এবং ভবিষ্যদ্বাক্য বিষয়ক বিচার। -<●子আশ্চর্য্য ক্রিয়া এবং ভবিষ্যদ্বাক্য সত্য ধৰ্ম্মের শেষ লক্ষণ ও ঐশ্বরীয় মোহরস্বৰূপ হয় ; কেননা তাহা ন হইলে সে ধৰ্ম্ম যে ঈশ্বরহইতে হইয়াছে, ইহা সম্পূর্ণ ৰূপে নিশ্চয় করা অসাধ্য। ( ৩ পৃষ্ঠে দেখ। ) অতএব এই ক্ষণে আমাদের জিজ্ঞাস্য, হিন্দু ধৰ্ম্মে আর ২ লক্ষণের অভাব থাকিলে উক্ত লক্ষণ-দ্বয় কি তন্মধ্যে পাওয়া যাইবে ? ১ অধ্যায় । s আশ্চর্যf ক্রিয়ার বিষয় । রাম কৃষ্ণাদির অনেকানেক চমৎকার কৰ্ম্ম হিন্দু শাস্ত্রে লিখিত আছে বটে, যথা; ধনুভঙ্গ, সেতুবন্ধন, রাক্ষসগণকে বধ করণ, এবং গোবৰ্দ্ধন ধারণ ইত্যাদি। এই সকল বিষয় বিবেচনা করিতে গেলে প্রথমতঃ ইহা স্মরণ করিতে হইবে, যে হিন্দুরা আশু প্রত্যয়ী, তাহাতে তাহারী কিছু অনুসন্ধান না