পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や● টিল্গুধর্মের পরীক্ষা। {৫ খণ্ডের কৰ্ম্ম সাধন করিতে হয়, তবে তাছাদের প্রায় আর কোন কৰ্ম্ম করিবার সাবকাশ থাকে না। তাহা হইলে ছৰ্ভাগ্য ব্রাহ্মণ কী প্রকারে সংসার যাত্রা -নিৰ্ব্বাছ করিৰে ? সে যদি দরিদ্রতা প্রযুক্ত সাংসারিক কৰ্ম্ম করে, তবে পাপী হুইবে ; এবং যদি কেবলম্পারুনর্ষিক কৰ্ম্মে কাল কাটায়, তবে সপরিবারে অনাহারে মরিবে . সত্য বটে, আর ২ জাতি সকল যখন ব্রাহ্মণগণের ভূত্য ছিল, তখন তাহারা আপনাদের ধৰ্ম্মে যদ্রুপ বিধি আছে, তদ্রুপ করিলে করিতে পারিত;কিন্তু এখন তাহ করা অসাধ্য, কেননা ব্ৰাহ্মণ জাতির তিন অংশের মধ্যে দুই অংশ ঐহিক জীবিকা প্রাপণার্থে পরকালীন সুখকে জলাধ্ৰুলি দেয়। আরো শাস্ত্রে লিখে, যে জীবনকালে চারি অাশুন আছে, অর্থাৎ ব্রহ্মচারী, গৃহস্থ, যোগী এবং সন্ন্যাসী ; তাহাতে জীবনের চারি অংশের মধ্যে ব্ৰাহ্মণের কেবল একাংশ গৃহস্থের কৰ্ম্মে ব্যয় করিতে পারে । অতএব উক্ত অলীক গম্প এবং মুঢ়তা ত্যাগ করিয়া সভ্য ধৰ্ম্ম অন্বেষণ করা তাহাদিগের নিতান্থ উচিত হয়। আরো দেখ, জাতি স্থাপনে কেবল ব্রাহ্মণদের সৰ্ব্বনাশ ঘটিয়াছে, তাহ ময়; বরঞ্চ তদ্বার সকল