পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । লেন ; এবং মনুষ্যের পাপের দণ্ড আপনার উপর লইয়া আপন প্রাণকে বলিৰূপে উৎসর্গ করিলেন ; পরে তৃতীয় দিনে পুনরুত্থান করিয়া স্বর্গারোহণ .করিলেন। আর তাহার ঐ প্রায়শ্চিত্ত পবিত্র ঈশ্বরের গ্রাহ বটে, ইহা প্রমাণার্থে তিনি স্বৰ্গহইতে পবিত্র আত্মাকে আপন অাশিত লোকদের মনে পাঠাইয়া দিলেন। এই ৰূপে শয়তান ও তাহার সঙ্গিগণকে অনন্ত শাস্তি দেওনেতে ঈশ্বরের যত পবিত্রতা প্রকাশ হইত, তাহাপেক্ষা পিতার প্রিয় ও অনাদি পুত্রের দুঃখ ভোগ করণ ও ক্রুশে হত হওনে আরো প্রকাশিত হইল ; অধিকন্তু তিনি যদি জগতের সমস্ত লোককে অনন্তকাল পর্য্যন্ত যাতনা ভোগ করণার্থে অগ্নির হ্রদে নিক্ষেপ করিতেন, তথাচ তাহার পবিত্রতা তেমন স্পষ্টৰূপে প্রকাশ পাইত না। আরও বলি, পাপ যদি ঈশ্বরের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণাৰ্ছ না হইত, তবে তিনি আপন সমতুল্য পুত্রকে দান করিয়া তাহা মুছিয়া ফেলিতে কেন চেষ্টা করিলেন? খ্রীষ্টের মৃত্যু ভোগ করণের মুখ্য কারণ এই, যেন পবিত্র আত্মার সহায়তাতে মনুষ্যের

  • রো ৩। ২১ অবধি ৮ অ পর্যন্ত ; ও গা ও । ৪ অ ; এবং যে ১৪,১৫, ১১ ও ১৭ অ ; ইত্যাদি ।