পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের ন্যায়্যের বিষয় । 3 & আত্মা দিব্যজ্ঞান ও পবিত্রত পাইয়া স্বগেতে বাস করিবার যোগ্য হয় । অতএব ধৰ্ম্মপুস্তকের এই সকল বাক্যদ্বারা সপ্রমাণ হইয়াছে যে পরমেশ্বর সৰ্ব্বতোভাবে পবিত্ৰ :বিশেষতঃ র্তাহার স্বভাব ও ক্রিয়া সকল পরিত্র ; আর তিনি যে ব্যবস্থা দিয়াছেন, ও যে প্রকারে তাহা রক্ষা করিয়াছেন, এবং বিশেষৰূপে মনুষ্যদের পরিত্রাণের নিমিত্তে যে আশ্চর্য্য উপায় করিয়াছেন, এ সকলেতে র্তাহার পবিত্রতার ‘মহিমা নিঃসন্দেহে প্রকাশ পাইতেছে। ২ অধ্যায়। গরমেশ্বরের ন্যায্যের বিষয় । ঈশ্বর ন্যায়কার (৪ পৃষ্ঠে দেখ।) ঈশ্বরের ন্যায্যের বিষয়ে আমরা এখন খ্ৰীষ্টীয় ধৰ্ম্মের আলোচনা করি। এই গুণ ঈশ্বরের বিষয়ে বারম্বার ধৰ্ম্মপুস্তকে কথিত আছে, যথা; “ তিনি শৈলস্বরূপ, ও তাহার কৰ্ম্ম সিন্ধ, ও তাহার সমস্ত পথ ন্যায্য ; তিনি সত্যবাদী ও নিষ্কপট ঈশ্বর, এবং তিনি ন্যায়কারী।” দ্বি ৩২ ৷৷ ৪ ৷ e o