পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

え、● শ্ৰীষ্টধর্ম পরীক্ষা । “ন্যায় ও সূৰিচায় তোমার সিংহাসনের ভিত্তিমূল, অনুগ্রহ ও সত্যতা তোমার অগ্রগামী।” ৮৯ গা ১৪। “ আমি যাথার্থিক ও মুক্তিদাতা ও অদ্বিতীয় ঈশ্বর।" যিশা ৪৫ । ২১। অন্তভাগে লেখা আছে, ঈশ্বর যখন অবতীর্ণ হইলেন তখনও তিনি ধাৰ্ম্মিক অথচ ন্যায়ী ৰূপে প্রসিদ্ধ * ছিলেন। র্তাহার জন্মের ৭০০ বৎসর পূর্বে ভবিষ্যদ্বক্তৃগণের গ্রন্থে এই কথা উক্ত ছিল, যথা; “র্তাহার কর্তৃত্ব ও মঙ্গল বৃদ্ধির শেষ হইবে না; তিনি দায়ুদের সিAহাসনের ও রাজ্যের কৰ্ত্ত হইয়া বিচারেতে ও ন্যায়েতে এখন ও সদাকাল পর্য্যন্ত তাহ সুস্থির ও সুদৃঢ় করবেন।” যিশ ৯। ৭। - আরো এমত অনেক বচন আছে, কিন্তু বাহুল্য ভয়ে সে সকল লিখিলাম না । 韓 পবিত্র আত্মার বিষয়ে যীশু খ্ৰীষ্ট কহিলেন, যথা; “তিৰি আসিয়া পাপ ও পুণ্য ও বিচারাঙ্গ বিষয়ে জগতের লোকদিগকে প্রমাণ দিবেন।” ষে ১৬। ৮। অতএব ধৰ্ম্মপুস্তক ঈশ্বরকে ন্যায়কারী বলে ; আর ন্যায় ও স্থবিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল, ইহা কথিত হইয়াছে। সুতরাং তিনি যদি

  • cट o। 38 । ॐ १ । ११ । 8 २२ । >8 !