এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
.** ੋ। | মীরা। রাজা । সন্ন্যাসিনী । న নাথ, তুমি জ্ঞানী, তুমি গুরু, তুমি স্বামী মোর। শিখাও আমারে প্রেম। দেহ উপদেশ। কি জানি প্রেমের আমি - ক্ষুদ্রবুদ্ধি নারী ? কোথা সেই প্রেম নাথ । যে প্রেমে হইবে পূর্ণ সমস্ত বসুধা ? যে প্রেমের স্রোতে ভেসে যাবে দ্বেষ, হিংসা ; দূরে যাবে গ্লানি, ঘুচে যাবে কুটতর্কজাল ? একাত্ম হইবে বিশ্ব ? পূজা করে পাই প্রতি, তাই পূজা কবি ; জগতের পতি, যিনি তব পতি, তারে পূজা করি নাথ। বল, বল, সে কি দোয় ? সে কি ভাল নয় ? প্রিয়ে । ভক্তি, শ্রদ্ধা, দয়া, মায়া, স্নেহ, যত কিছু, সবই বিরাট প্রেমের অঙ্গ । ভক্তি, শুধু একখানি ছিন্ন পদ তার। শুধু তারে আরাধনা, তাহারই ধেয়ান আর সব ছেড়ে ; ভেবে দেখ, সে কি পূজা ? সে পূজা কি অঙ্গহীন নয় ? সেই উচ্চ প্রেম-স্বৰ্গ, কল্পনা অতীত, জ্ঞানাতীত, ধ্যানাতীত, অতীত নেত্রের।