পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল ঘহিত্যু - ماس-سیس-سسسه ماسه سحهایی که محاساس س- م منم প্রথম পরিচ্ছেদ ১। রাজসভায় বাঙ্গালা ভাষার অনাদর। আমাদের বাঙ্গালী ভাষাকে পূৰ্ব্বে লেখা-পড়া জানা লোকের গ্রাহ করিতেন না ; তারা ছিলেন মস্ত বড় সংস্কৃতের পণ্ডিত, র্তার রাজসভায় টকি নাড়িয়া বড় বড় সংস্কৃত শ্লোক আওড়াইতেন। বল্লালসেন নামে বাঙ্গালাদেশের বড় এক রাজা ছিলেন--তিনি দানসাগর নামে মস্ত এক সংস্কৃত বই রচনা করিয়াছিলেন। তাহার পুত্র লক্ষণসেনের সভায় গোবৰ্দ্ধন নামে এক কবি ছিলেন, তিনি সংস্কৃতে যে সকল বই লিখিতেনতাহাতে এত লম্বা লম্বা সমাস থাকিত ও তার শব্দগুলি এত বড় হইত যে, র্যাঙ্গাদের খুব বেশী ব্যাকরণ ও