পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য ծՀԵ দ্বারা অর্থ উপার্জন করিতে লাগিলেন । মিথ্যাচারী হইলে যেমন ব্যক্তি-বিশেষের—তেমনই জাতি-বিশেষেরও অধঃপতন হইয়া থাকে। তোমরা মুরারি শীলের কথা পড়িয়াছ, সে কেমন হৃষ্ট তাহার পরিচয় পাইয়াছ। গীতি-কথায়ও বেনেদের কপটতা ও মিথ্যাচারের প্রমাণ আছে-কাঞ্চনমালার গল্পে পাওয়া যায়— “কোনহু বেনে দারচিনি দিতে দরমুজ বাহির করে। কোনহ বেনে কাহনের বস্তু বেচে সিক্কার দরে ॥ । কোনহ বেৰুে খাণ্ডারা পাথর ঝাপিতে ভরিয়া থোয় । (ওয়ে) মহামাণিক্য সাহামাণিক্য কয়ে - লোকেরে বিকোয় ।” নৈতিক পতনের সঙ্গে সঙ্গে বণিক-জাতির সামাজিক *ङरबद्ध चूक झञ्च । जर्ष cजारङ बांशंब्री बै जकल কাৰ্য্য করিডে পারিত, তাহাজের অনেকের হাতের জল সমাজে বন্ধ হইয়া গেল ।