পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ꮌ88 রামীর মুখে তাহার নিজের গান গীত হইতে শুনিয়া থালা ফেলিয়া দিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রামার কাছে যাইয়া বলিলেন “আমি পারিব না, আমি তোমাকে ফেলিয়া জাতে উঠতে পারিব না।” গৌড়ের মুসলমান সম্রাট র্তাহার গানের যশ শুনিয়া তাহাকে নিজ-সভায় নিমন্ত্রণ করিয়া লইয়া যান, সেইখানে বাদসাহের বেগম তাহার গান শুনিয়া তাহার প্রতি অনুরাগী হন, এই অপরাধে বাদসাহ তাহাকে হাতীর পিঠে র্যাধিয়া অতি নির্দয় ভাবে প্রহার করিতে করিতে মারিয়া ফেলেন। তাহার মৃত্যুর দৃশ্য দেখিয়া বেগমের জ্ঞান চলিয়া যায়—এবং অল্প সময়ের মধ্যে জ্ঞানের সঙ্গে প্রাণও চলিয়া যায়। এই হইল চণ্ডীদাসের ছঃখময় জীবনের ইতিহাস। কৃষ্ণ-কীৰ্ত্তনের শেষের দিক্ হইতে চণ্ডীদাসের নিজের অপূর্ব মুর জাগিয়া উঠিয়াছে—ইহার পূর্বে তিনি “কৃষ্ণ-ধামালী”র অনুকরণ করিতেছিলেন এবং জয়দেবের শব্দ-সম্পদে মুগ্ধ হইয়াছিলেন । এজন্ত শেষের লেখা এবং পূৰ্ব্বে লেখায় উার এতটা প্রভেদ । চণ্ডীদাসের সেই শেষের স্বরে যে প্রেম গান হইয়াছে—তাহাতে