পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য X8b ব্যবহার করিতে পারিবে না,—চোখ, কাণ, হাত, পা সমস্ত ভগবানের ইচ্ছায় নিয়োগ করিতে হইবে—ইহা কত বড় শক্ত কথা—তোমরা ভগবং সাধনা করিতে পারিলে বুঝিতে পারিবে । নায়ুরে যখন চণ্ডীদাস কৃষ্ণলীলার পদ লিখিয়া বাঙ্গলাদেশ মাতাইয়া তুলিয়াছিলেন, সেই সময় মিথিলায় বিসফি গ্রামে গণপতি ঠাকুরের পুত্র বিদ্যাপতিও রাধাকৃষ্ণ বিষয়ক অনেক পদ লিখিয়াছিলেন । বিদ্যাপতি সংস্কৃতে অনেক কাব্য লিখিয়া গিয়াছেন, কিন্তু উাহার রাধাকৃষ্ণ-পদাবলীর মূল্য মিথিলার লোকদের অপেক্ষ বাঙ্গালীরাই বেশী বুঝিয়াছিল। আদত মিথিলার পদ ভাঙ্গিয় বাঙ্গালী কবির সেই কবিতাগুলির ভাষা কতকটা বাঙ্গলার মত করিয়া লইয়াছিল । বিদ্যাপতি চণ্ডীদাসের অপেক্ষা সম্ভবতঃ বয়সে ছোট ছিলেন এবং চণ্ডীদাসের মৃত্যুর পরও বহুদিন জীবিত ছিলেন । মিথিলার রাজা শিবসিংহ ও র্তাহার রাণী লছিমা দেবীর প্রশংসা ও পুরস্কার পাইয়া বিভাপতি কবিতা লিখিতেন, –শিবসিংহ ইহাকে ‘নব জয়দেব’ উপাধি দিয়াছিলেন । বিভাপতির উপমাগুলি বড়ই সুন্দর ; তাহার কবিতার ।