পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ চৈতন্যদেব যখন জয়দেবী গীতি, চণ্ডীদাস, বিদ্যাপতি ও নরহরি সরকারের পদাবলী—ঘরে ঘরে গীত হইতেছিল, যখন পাড়াগায়ের চাষার ‘কৃষ্ণ, ধামালী গাইয়। বাঙ্গলার আম কঁঠালের ছায়া-শীতল গ্রামগুলিতে কৃষ্ণ-ভক্তির একটা বৃহৎ জমি সৃষ্টি করিয়াছিল, তখন হঠাৎ নবদ্বীপে গুরু গুরু শব্দে প্রেমের মৃদঙ্গ বাঞ্জিয়া উঠিল,—এবং অল্প সময়ের মধ্যে দেশময় কৃষ্ণকথার বাণ আনিয়া ফেলিল । কৃষ্ণ-কথার কল্পতরু, হরিনামের মূৰ্ত্তি চৈতন্য ১৪৮৬ ইং সনে নবদ্বীপে অবতীর্ণ হইলেন । তাহার পিতা জগন্নাথ মিশ্র শ্ৰীহট্ট বাসী ছিলেন, আরও কিছু পূৰ্ব্বে স্তাহার । পূৰ্ব্ব পুরুষেরা উড়িষ্কায় জাজপুরবাসী ছিলেন, চৈতন্তের মাতা শচীদেবীও ঐহট্ট বালী নীলাম্বর চক্ৰবৰ্ত্তীর কঙ্কা ছিলেন,কিন্তু ইহার নবদ্বীপে আসিয়াই শেষে বাসস্থাপন করিয়াছিলেন। উড়িষ্যার কলা শিল্পের কোমলতা, পূর্ববঙ্গের আগ্রহ এবং পশ্চিম বঙ্গের বৃদ্ধির তীক্ষতা এই