পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ꮌbro তাই তাহারা যখন ফিরিয়া'রাধাকৃষ্ণ লীলা গান করিতে সুরু করিয়া দিল, তখন আর তাদের গানের ভাষায় সেরূপ অভদ্র কথা আর রহিল না । তাহারা সংস্কৃত জানিত না, অতি সরল কথায় তারা রাধাকৃষ্ণের গান বাধিতে লাগিল। কৃষ্ণধামালী তুইরূপ আকারে সাধারণ লোকের মধ্যে আবার ফিরিয়া আসিল । তাহার নাম হইল যাত্রা ও কবি। কবির দলে নিতান্ত ছোট জাত কৃষ্ণমুচি, নীলমণি পাটুনী এমন কি ফিরিঙ্গী এন্টোনী পৰ্য্যন্ত ঢুকিয়া যশ উপার্জন করিল। কবিওয়ালাদের মধ্যে হরু ঠাকুর ও রামবমুই শ্রেষ্ঠ। রামবাসীর বিখ্যাত গানটি অনেকেই জানেন। মনে রইল সই মনের বেদন । প্রবাসে যখন যায় গে। সে তারে বলি বলি বলা হ’লন।" | যদি নারী হয়ে সাধিতাম তাকে, । নিলাজ রমণী বলি হাসিত লোকে, সষ্ট ধিক তাকে, বলব বিধাতাকে - নারী জনম যেন আর দেয় না। : সরমে মরমের কথা কওয়া গেল না । ।