পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xb-(? বৈষ্ণব-পদাবলী ষে চাদ নিছনি কত কোটি চাদ, সে কেন কাদিবে বলি চাদ চাদ, (বল্লেম ) চাদের মাঝে তুষ্ট অকলঙ্ক চাদ ঐ দ্যাখ চাদ পড়ে তোর চরণ তলে ।” কৃষ্ণকমল যখন পূৰ্ব্ববঙ্গের লোকের চক্ষে রাত দিন জল শুকাইতে না দিয়া তাহাদিগকে কৃষ্ণ প্রেমে আবিষ্ট করিয়া রাখিয়াছিলেন, সেই সময় পশ্চিমবঙ্গে গোবিন্দ অধিকারী ও কৃষ্ণলীলার গান রচনা করিয়া অপূর্ব “অকুপ্রাস” অলঙ্কারের ছটায় ও ভক্তিতে সকলকে উন্মত্ত করিয়াছিলেন। এখনও অনেক বৃদ্ধ আছেন র্যাহারা কৃষ্ণকমল ও গোবিন্দ অধিকারী এই দুই কবিকেই দেখিয়াছেন । রাধাকৃষ্ণের লীলা আবার এক শ্রেণীর কাছে ততটা আদর পাইত না, তাহারা চাহিতেন আরও তরল আমোদ। ভারতচন্দ্রের বিদ্যাম্বন্দরকে গানে গানে নূতন ভাবে রচনা করিয়া গোপাল উড়ের দল খুব নাম ও অর্থ অর্জন করিয়াছিল। শব্দের লালিত্যে গোপাল উড়ের দলের গান দশরধীকেও ছাপাইয়া উঠিয়াছিল। এই সকল গানের নমুনা এইরূপ :