পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য سراسرلا “প্রথম শ্রীকৃষ্ণের গুণ নির্ণয় । শব্দগুণ, গন্ধগুণ, রূপগুণ, রসগুণ ও স্পর্শগুণ। এই পাচ গুণ। এই পঞ্চগুণে পূর্বরাগের উদয়। পূৰ্ব্বরাগের মূল দুই। চিত্র দর্শন ও অকস্মাৎ বংশী শ্রবণ।” প্রাই দুই শত বৎসর পূবে সহজিয়া বৈষ্ণবদের একজন “জানাদি-সাধন” নামক একখানি গদ্য পুস্তক রচনা করেন। এই পুস্তকের ভাষা বেশ সরল—একটা নমুনা দিতেছি – "অতএব অজ্ঞানি জনেহ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না। এখন তুমি সত্য কহ ভূমি অজ্ঞান তুমার ঠাই পরমেশ্বর শ্ৰীকৃষ্ণ সত্য কি মিথ্যা। অজ্ঞানী জীবে কহেন আমি অজ্ঞানী কখন ঐ পরমেশ্বর শ্রীকৃষ্ণর মুখের শব্দ আমার কর্ণে শুনি নাই এবং আমার চৰ্ম্মেতেই তাহান স্পর্শ পাই নাই এবং আমার চক্ষেতেহ তাহান । শরীরে রূপ দেখি নাই এবং আমার জিহাতেহ তাহান প্রসাদের রস পাই নাই এবং আমার নাসিকাতেই তাহান শরীরের গন্ধ পাই নাই অতএব এখন সত্য बूविलाभ श्राबि अख्ञानौ आभाब्र छैाहे श्रब्रम्भवत्र बैंङ्क भिथा।”