পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ১৯৮ প্রবল পরাক্রমে হেন্দুস্থান হইতে বাহির হইয়া ক্রমে ক্রমে ১ মাসে বাণারসের সরহর্দে যে স্থানে দাউদের সেনার মুরচাবন্দি পৌছিলেন এ সম্বাদ পূর্বে ওকিল হেন্দুস্থান হইতে দাউদকে লিখিয়াছে তাহাতেই দাউদ আপনার দরবস্ত সেনাগণ উত্তর পশ্চিমভাগে পাঠাইয়া স্থানে স্থানে মুরচাবন্দি করিয়া সতত সাবধানে রহিয়াছে।” মৌলভিরা আবার ইহা হইতেও উৎকট বাঙ্গাল। লিখিতে লাগিলেন যথা “বাদসা ও উজির ফয়জন্দের মুখ দেখিয়া খুসির মজলেছ করে ।” ইংরেজদের হাতেও বাঙ্গলার কম দুৰ্গতি হয় নাই, তাহারও দুই এক নমুনা দিতেছি— ১ । *প্রথমেতে বক্র ছিলেন যে ব্যাকেট তিনিও শেষে স্বাক্ষর করিলেন।” ২ । “যিনি ইতর লোকের দ্বারা দোষী হইয়া ক্রুশেতে হত হইলেন এমন যে খ্ৰীষ্ট তত্ত্ব ল্য আপনাকে করিলেন ।* ৩ । “তিনি সকল কৰ্ম্মে এই মত যথার্থিক ছিলেন ষে তিনি ষাথার্থের উপাধিতে খ্যাত হইলেন ।”