পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ সুৰ্য্যের গান সূর্য্যের গান এক সময়ে বঙ্গদেশে খুব আদর পাইয়াছিল। সূৰ্য্যকে এক সময়ে বাঙ্গালী কবির শিশুর মতন ও যুবকের মতন করিয়া কল্পনায় স্থষ্টি করিয়াছিলেন। র্তাহারা তাহার বাল্য লীলা লইয়া গান বঁাধিতেন। সূৰ্য্যঠাকুর র্কাসারীদের ঘরের চালের কোণ দিয়া, মালীদের বাগানের লালফুলগুলিকে আরও লাল করিয়া, বামুনদের ঘরের খোলা দরজায় উকি মারিয়া, কলুর বাড়ীর ঘানিটার উপর চিক্‌চিকে আলোর শর ছুড়িয়া—পূৰ্ব্ব আকাশে উদয় হইতেছেন ; বামুন মেয়ের তাকে পৈতা উপহার দিতেছে, মালীর মেয়ের ফুলের যোগান দিতেছে, কাসারীর মেয়ের পুষ্পপাত্র দিতেছে। শিশু মূৰ্য্যঠাকুর হেসে হেসে সেই দান লইতেছেন। একজন জিজ্ঞাসা করিতেছে,—"র্ষ্যঠাকুর फेळरश्न, दन cउ छाहे eद्र बर्नs cरुशन ” সে বলিল,-"আগুন বর্ণ।”