পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য \8. তৃতীয়টি,-“গান থামিয়া গেলে মুম্বর কোথায় লুকাইয় থাকে।” ইহা ছাড়া অার প্রায় সকলগুলি যোগ সম্বন্ধীয়— তাহা আমাদের বুঝিবার সাধ্য নাই। গোরক্ষনাথ মীনকে আবার ‘মহাজ্ঞান দিতে পারিয়াছিলেন—পুস্তখানির এক নাম 'গোরক্ষ বিজয়’ আর এক নাম "মীন-চেতন। মীননাথ চৈতন্ত ফিরিয়া পাইয়াছিলেন বলিয়া এই পুস্তকের নাম “মীন-চেতন ।” এই পুস্তকের যতগুলি পুরাণ পুথি পাওয়া গিয়াছে, তাহার সকলগুলিই পূর্ববঙ্গের। মুক্তরাং সবই যে পূর্ববঙ্গের লেখকগণ লিখিয়াছিলেন তৎসম্বন্ধে সন্দেহ নাই। এই পুস্তকে “বিক্রমপুরকেই” ধৰ্ম্মের আদিস্থান বলিয়া লেখা হইয়াছে ; সুতরাং পূর্ববঙ্গকেই প্রাধান্ত দেওয়া হইয়াছে।