পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য Գb ছড়া ছিল, তাহার আদত ভাষা কি ছিল, তাহাও জানিবার উপায় নাই। তাহার সঙ্গে যুগে যুগে গ্রামের শত শত ছড়ার সংযোগ হইয়া এখন মন্তবড় আকার ধারণ করিয়াছে। এই সকল বচনে ছোট খাট কথায় অনেক জ্ঞানের কথা আছে,— । “খণ্ড খণ্ড আকাশ, এলো থেলো বাতাস, কি কর শ্বশুর বঁাধ আইল, বৃষ্টি হবে আজ কাইল।” এখানে খনা তার শ্বশুর বরাহকে সম্বোধন করিয়া ছড়াটি বলিতেছেন। যখন বাতাস এদিক ওদিক সকল দিক হইতেই বহিতেছে- কোনও একটা বিশেষ দিক হইতে আইসে নাই, যখন আকাশের মেঘ খণ্ড খণ্ড,— একটা বড় রকমের আকার ধরিয়া রহে নাই, তখন খন শ্বশুরকে ডাকিয়া বলিতেছেন,—“শ্বশুর মহাশয় ८क्ररङ आहेल बैंधूिन, ७झेदांब्र इडेि श्रव-बल थब्रिग्ना রাখিতে হইবে।” ।