পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓፄ ডাক ও খনার বচন। পাওয়া যায় যে তাহার অর্থ ভাল করিয়া বোঝা যায় না। একটা দৃষ্টান্ত দিতেছি । —- “श्रानि अरु छूछनि.। ইষ্ট দেবে যেহ পুজসি । মরণের যদি ডর বাসসি । অসম্ভব কভু ন খায়সি।” এই বচনগুলি কে রচনা করিয়াছিল তাহা ঠিক নির্ণয় করা শক্ত। আসামবাসীরা বলেন,—ডাক নামক এক ব্যক্তি আনুমানিক ৫০০ খ্ৰীষ্টাব্দে লোহিডাঙ্গর গ্রামে জন্মগ্রহণ করেন, তিনিই “ডাকের বচন” রচনা করেন। বাঙ্গালা দেশের প্রবাদ এই যে, বরাহ পণ্ডিতের পুত্র-বধু খন “খনার বচন” লিখিয়াছিলেন । এ সকল কথা প্রবাদ-কথা মাত্র, উহা সত্য বলিয়া মনে হয় না। আমাদের ধারণা বাঙ্গালা দেশের কৃষকেরা, পাড়াগায়ের জ্যোতিষীরা এবং বুড় গিরিরা যে সকল ছড়া তৈরী করিয়া মুখে মুখে চালাইয়া জাসিয়াছেন, তাহাই ডাক ও খনার বচন নামে দেশে প্রচলিত হইয়াছে। হয়ত পূৰ্ব্বোক্ত হই জ্ঞানী ব্যক্তির কোনকালে ই চারটা