পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বেদান্ত দর্শন । موالي " জগতের স্বষ্টি স্থিতি বিনাশের মূল কারণ, যিনি এই জগদ্রপে প্রকাশিত রহিয়াছেন, সেই সৰ্ব্বব্যাপী পরমাত্মাকে প্রণাম করি।” এই সমস্ত শ্রুতি ও স্মৃতিবাক্য পৰ্য্যালোচনায় স্পষ্ট বুঝা যায় যে, দ্বিতীয় সুত্রোক্ত “জন্মাদি” শব্দের অর্থ জন্ম স্থিতি এবং নাশ, এবং “অস্য” শব্দের অর্থ এই সমস্ত জগতের, এবং সমুদায় স্থত্রের অর্থ এই যে যাহা হইতে এই সমস্ত জগং স্বঃ হইয়াছে, র্যহাতে এই জগৎ প্রতিষ্ঠিত আছে, এবং যাহাতে এই জগৎ লয় পাইয়া থাকে সেই সৎচিৎ আনন্দই ব্ৰহ্ম। —s ()-()--