পাতা:সরোজিনী নাটক.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*: छङ्कं यद्भः । SYS) է: আমার সম্মুখ হতে এখনি দূর হও। যে সমস্ত বন্ধনে তুমি এতদিন আমার সহিত বদ্ধ ছিলে, আজ হ’তে সে সমস্ত বন্ধন আমি ছিন্ন ক’রে দিলেম—যাও । বিজয় । যে বন্ধা এখনও আমার ক্রোধকে রোধ ক'রে রেখেছে, আপনি অগ্রে তাকে ধন্যবাদ দিন । সেই বন্ধনের বলেই আপনি এবার রক্ষা পেলেন । আপনি সরোজিনীর পিতা, এই জন্যই আপনার মৰ্য্যাদা রাখলেম ; নচেৎ সমস্ত পৃথিবীর অধীশ্বর হলেও আমার এই আসি হ'তে আপনি নিষ্কৃতি পেভেন না। আর, আমি আপনাকে এই কথা বলে যাচি যে,—সরোজিনীর জীবন ভ্যামি রক্ষা করবই— আমার বিন্দুমাত্র শোণিত থাকৃভে,—আপনি কি আপনার সৈন্যমণ্ডলী একত্ৰ হ’লেও, সরোজিলীর প্রাণ-বিনাশে কখনই সমর্থ হবে না । ( বিজয়সিংহের প্রস্থান । ) লক্ষ্মণ । (স্বগত) হা!—বিধাতা দেখছি আমার প্রতি নিতান্তই বিমুখ হয়েছেন। সকল ঘটনাই সরোজিনীর প্রতিকুল হয়ে দাড়াচ্চে। আমি কোথায় ভাবৃছিলেম যে, এখনও যদি কোন উপায়ে তাকে বঁাচাতে পারি,– না—আবার কি না একটা প্রতিবন্ধক উপস্থিত হ’ল। বিজয়সিংহের গৰ্ব্বিত স্পৰ্দ্ধ-বাক্যে সরোজিনীর মৃত্যু অনিবাৰ্য্য হয়ে উঠল। এখন যদি স্নেহ বশত সরোজিনীর বলিদান নিবারণ করি, তা হলে বিজয়সিংহ মনে ক বে, আমি তার ভয়ে এরূপ কাজ ক’ল্লেম—ন,—তা কখনই হবে না। কে আছে ওখানে ?—প্রহরী ?—