পাতা:সরোজিনী নাটক.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ○○ ডোমার এক ফোটাও চক্ষের জল পড়েনি। যে সময় কাদবার সময়, সে সময় কাদলে না, আর এখন কিনা সারা দিনই তোমাকে কঁদতে দেখি ; এখন তো বরং যাতে তুমি সুখে থাক, সকলি সেই চেষ্টাই ক’চ্চে। রাজকুমারী সরোজিনী তোমাকে মনের সঙ্গে ভাল বাসেন,— তিনি আপনার বোনের মতন তোমাকে দেখেন, তোমার দুঃখে তিনি কত হুঃখ করেন—তোমার থাকৃবার জন্য আলাদা একটা বাড়ি ক'রে দিয়েছেন—আর দেখ সখি! রাজকুমারী আমাদের ভাল বাসেন বলে, কেউ আমাদের মুসলমান ব'লে ঘৃণা ক’ত্তেও সাহস পায় না—বরং সকলি আমাদের আদর করে। এখন তো ভাই, লেমার দুঃখের কোন কারণই দেখিতে পাইনে। রোষেনারা। তুমি বল কি ?—আমার আবার দুঃখের কারণ নেই? আমার মত হতভাগিনী আর কে আছে বল দিকি ? দেখ, ছেলে ব্যাল থেকেই আমি অপরিচিত লোকদের হাতে রয়েছি ; পিতামাতার স্নেহ যে কিরূপ, তা আমার জীবনের মধ্যে এক বারও জানতে পাল্লেম না। অামার পিতা মাতা যে কে, তাও আমি জানিনে। একজন গণক একবার এই মাত্র গুণে বলেছিল যে, যখনি আমি তাদের জানতে পারবো, তখনি আমার মরণ হবে। মোনিয়া। সখি! অমন অলক্ষণে কথা মুখে এন না। গণকের কথায় প্রায়ই দ্বিভাব থাকে। বোধ করি, ওর আর কোন মানে হ'বে। রোষেনারা । না ভাই, এরূপ অবস্থার চেয়ে আমার মরণই