পাতা:সরোজিনী নাটক.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ყ o সরোজিনী নাটক । মোনিয়া। কে ভাই আস্চে । রোষেনারা। এ কি ! রাজা আর সরোজিনী যে এই দিকে আসচেন, আমার গান ভে শুনতে পান নি ?—এস ভাই আমরা ঐ গাছের আড়ালে লুকোই। (বৃক্ষের অন্তরালে উভয়ের অবস্থান । ) লক্ষণ সিংহ ও সরোজিনীর প্রবেশ। লক্ষ্মণ । (স্বগত) ও —আমি আর বাছার মুখের দিকে চাইতে পাচ্চিনে । সরোজিনী। পিতঃ ! মুসলমানদের সঙ্গে কবে যুদ্ধ হবে ? লক্ষ্মণ । বৎসে, আমি তোমার পিতা নামের যোগ্য নই। আম। অপেক্ষ ভাগ্যবান পিতা হ’লে তোমার উপযুক্ত হত। সরোজিনী। পিতঃ ! ও কি কথা ? আপনার অপেক্ষ ভাগ্যবান আর কে আছে ? আপনার কিসের অভাব ? আপনার স্তায় মান মৰ্য্যাদা আর কোন রাজার আছে ? লক্ষ্মণ । (স্বগত) আহা! এই সরল বালা কিছুই জানে না,— পিতা যে তোর কৃতান্ত, তা তুই এখনও টের পানি— সরোজিনী । আপনি কি ভাবচেন ? মধ্যে মধ্যে ওরূপ দীর্ঘ নিঃশ্বাস ফেলচেন কেন ? আমি কি কোন অপরাধ করেছি ? আপ নার বিনা অাদেশে আমার কি এখানে আসা হ’য়েছে ? ভবে কেন ওরূপ ভাবে আমার দিকে চেয়ে রয়েছেন ।