পাতা:সরোজিনী নাটক.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । やQ。 রাজ-ম। (স্বগত) আহা ! এ কথা শুনে বাছার চোকু ছলছল ক’চ্চে, মুখখানি যেন একেবারে নীল হয়ে গেছে। (প্রকাশ্যে) এভে বাছ তোমার দুঃখ না হয়ে আরও বরং রাগ হওয়া উচিত। আমি এমনি নিৰ্ব্বোধ যে, সেই শঠের কথায় অনায়াসে বিশ্বাস ক’রেছিলেম। আমি কোথায় আশা ক’রেছিলেম, বিজয় সিংহের মহৎ বংশে জন্ম, ভার সঙ্গে বিবাহ দিলে আমাদের বংশের মর্য্যাদা রক্ষণ হ'বে—ন। শেষে কি না তার এই ফল হ’ল ? সে যে এরূপ নীচ ব্যবহার করবে, তা আমি স্বপ্নেও মনে করিনি। বাছা! তুমি যদি আমার মেয়ে হও, তা হ’লে এ অপমান কখনই সহ ক’র না। এস বাছ, আমরা এখনই চলে যাই, তার মুখও যেন আমাদের আর না দেখতে হয় । আমি যাবার সমস্তই উদ্যোগ করেছি, কেবল একবার মহারাজের সঙ্গে দেখা করবার অপেক্ষ । রোষেনার। রাজমহিষি! আমার এখানে এক দিন থাকতে ইচ্ছে ক’চ্চে। এ জায়গাটা পূৰ্ব্বে আমি কখন দেখিনি নাকি— রাজ-ম। থাক, তুমি থাক—আমাদের সঙ্গে তোমার আর আসতে হবে না, আমরা চলে গেলেই তো তোমার মনস্কামনা পূর্ণ হয়,-যাও, বিজয়সিংহ তোমার জন্য অপেক্ষা ক’চ্চে । তোমার মনের ভাব আমি বেশ টের পেয়েছি। যাই,—আমি এখন মহারাজের সঙ্গে দেখা করিগে। দেখ বাছা সরোজিনি! তুইও ততক্ষণ ঠিক ঠাকৃ হয়ে থাক। - ( রাজমহিষীর প্রস্থান।)