পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববেদান্ত-সিন্ধান্ত-সারসংগ্ৰহ: | •о», (স্বচ্ছ) বুদ্ধং ( জ্ঞানস্বরূপ ) ত্বং (তুমি ) তত্বমসি (সেই ব্ৰহ্মই তুমি—এই মহাবাক্য প্রতিপাদ্য ব্ৰহ্ম ) ॥ ৭৮৬ অনুবাদ। তুমি জ্ঞাত, জ্ঞান ও জ্ঞেয় হইতে পৃথক, জ্ঞাতার সহিত অভিন্ন অখণ্ড জ্ঞানস্বরূপ, জ্ঞেয়ত্ব-অজ্ঞেয়ত্ব-বিরহিত, শুদ্ধ, বুদ্ধ তুমিই “তত্ত্বমসি’ অর্থাৎ সেই ব্রহ্মস্বরূপ ॥ ৭৮৬ অন্তঃপ্রজ্ঞত্বাদিবিকল্পৈ রস্পৃষ্টং যত্তদৃশিমাত্রম। সভামাত্ৰং সমরসমেকং শুদ্ধং বুদ্ধং তত্ত্বমস ত্বম ॥ ৭৮৭ অন্বয়। অন্তঃপ্রজ্ঞত্বাদিবিকল্পৈ: ( অন্তঃকরণবিষয়ে জ্ঞানবত্ব প্রভৃতি বিবিধ কল্পসমূহের দ্বারা ) অস্পৃষ্টং (নিলিপ্ত) যৎ (যে) তৎ (সেই) দৃশিমাত্ৰং (জ্ঞানস্বরূপ ) সত্তামাত্ৰং ( সৎস্বরূপ ) একং ( অদ্বিতীয় ) সমরসং ( একরূপে অবস্থিত) শুদ্ধং (কেবল ) বুদ্ধং ( জ্ঞানরূপ) ত্বং (তুমি) তত্বমসি (সেই ব্ৰহ্মই ভূমি-এই মহাবাক্য প্রতিপাদ্য ব্ৰহ্ম ) ॥ ৭৮৭ - অনুবাদ। অন্তঃকরণ বিষয়ে জ্ঞানবত্ব প্রভৃতি বিবিধ বিকল্প দ্বারা অস্পৃষ্ট, যাহা কেবলজ্ঞানস্বরূপ, সৎস্বভাব, তুল্যরূপ, অদ্বিতীয়, শুদ্ধ, বোধস্বরূপ তুমিই তত্ত্বমসি’ অর্থাৎ সেই ব্রহ্মস্বরূপ ॥ ৭৮৭ সৰ্ব্বাকারং সর্বমসৰ্ব্বং সর্বনিষেধাবধিভূতং যৎ । সত্যং শাশ্বতমেকমনস্তং শুদ্ধং বুদ্ধং তত্ত্বমসি ত্বম, ॥ ৭৮৮ অম্বয়। যৎ ( যাহা ) সৰ্ব্বাকারং ( সমস্ত পদার্থ যাহার আকার-সকল পদার্থে যিনি বিরাজমান ) সৰ্ব্বম ( সৰ্ব্বাত্মক) অসৰ্ব্বং ( সমস্ত পদার্থ হইতে পৃথক্ ) সৰ্ব্বনষেধাবধিভূতং ( সকল বস্তুর নিষেধের সীমাবিশিষ্ট ) সত্যং - (সত্যস্বরূপ) শাশ্বতম্ ( নিত্য ) একম্ (অদ্বিতীয়) অনন্তং (ব্যাপক ) শুদ্ধং (কেবল) বুদ্ধং (বোধস্বরূপ ) ত্বং (তুমি ) তৰমসি (সেই ব্ৰহ্মই তুমি—এই মহাবাক্য প্রতিপাদ্য ব্ৰহ্ম ) ॥ ৭৮৮