পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সারসংগ্ৰহঃ । ২৩ অনুবাদ । [ বাহিরের ] জল চলিয়া যাইলেও, কর্কট মোহবশতঃ গৰ্ত্ত ছাড়িতে অসমর্থ হয় বলিয়,পরিণামে যেমন মৃত্যু প্রাপ্ত হয়; সেইরূপ গৃহ প্রভৃতির মুখে আসক্তচিত্ত মানব মোহবশতঃ মৃত্যুই প্রাপ্ত হইয়া থাকে ॥ ৪৪ আবেষ্ট্য চাবেস্ট্য চ গুপ্তিমিচ্ছন। স্বয়ং বিনির্গন্তমশক্ত এব সন, ততস্তদন্তে ম্ৰিয়তে চ লগ্নঃ ॥ ৪৫ অম্বয়। গুপ্তিম্ (রক্ষাকে ) ইচ্ছন্‌ (ইচ্ছা করিয়া) কোশক্রিমিঃ (গুটিপোকা) তত্ত্বভিং (নিজদেহনিৰ্ম্মিত স্বত্রসমূহের দ্বারা) আবেষ্ট্য আবেষ্ট্য চ ( আপনাকে বার বার আবেষ্টিত করিয়া ) স্বয়ং (নিজে) বিনির্গন্তুং (বাহিরে যাইতে ) অশক্ত: (অসমর্থ) এব (ই) সন্তু (হইয়া) ততঃ (তাহার পর) তদন্তে (তাহার মধ্যে ) লগ্নঃ (সংলগ্ন থাকিয়াই ) মিয়তে (মরিয়া যায় ) ॥ ৪৫ অনুবাদ। আত্মরক্ষার্থ উদ্যত গুটিপোকা নিজদেহপ্রসূত ] সূত্রসমূহের দ্বারা বার বার [ আপনাকে ] বেষ্টন করিয়া, সেই সূত্ৰনিৰ্ম্মিত আত্মকারাগারের মধ্যে সংলগ্ন হইয়া পড়ে এবং পরিশেষে তাহার মধ্য হইতে বাহিরে যাইতে অসমর্থ হইয়া স্বয়ং মৃত্যুমুখে পতিত হয় || 85 যথা তথা পুত্ৰকলত্রমিত্র স্নেহানুবন্ধৈগ্রথিতে গৃহস্থঃ । কদাপি বা তান, পরিমুচ্য গেহাৎ গন্তং ন শক্তে ম্রিয়তে মুধৈব ॥ ৪৬ অম্বয়। যথা (যেমন গুটিপোকা) তথা (সেইরূপই ) গৃহস্থঃ (গৃহস্বামী) পুত্ৰকলত্রমিত্রস্নেহানুবন্ধৈঃ ( পুত্র পত্নী ও মিত্র প্রভৃতির প্রতি স্নেহরুপ বন্ধনের দ্বারা) গ্রথিতঃ (বদ্ধ হইয়া ) কদাপি (কোন সময়েও) তান (তাহাদিগকে) পরিমুচ্য (পরিত্যাগপূৰ্ব্বক) গেহাং (গৃহ হইতে) গন্তুং (বাহিরে যাইতে)