পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՆ সৰ্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সারসংগ্রহঃ। দানে (দানে), ব্যয়েহুপিব (কিংবা বায়েও) সদা (সকল সময়েই) দুঃখং (দুঃখের কারণ) এব (ই); ধনং (এইরূপ ধন ) মুখসাধনং (মুখের সাধন) ন ভবতীতিশেষঃ (হইতে পারে না)। ৭৩ অনুবাদ। (ধনের অর্জনে) রক্ষণে দানে এবং ব্যয়ে ধন মনুষ্যগণের সর্বদাই দুঃখেরই কারণ হইয়া থাকে ; এই কারণে, ইহা সুখের সাধন হয় না । ৭৩ সতামপি পদার্থস্য লাভাস্লোভঃ প্রবর্ততে । বিবেকে লুপ্যতে লোভাৎ তস্মিন লুপ্তে বিনশ্বতি ॥৭৪ অম্বয়। সতা (সাধুগণের) অপি (ও) পদাৰ্থন্ত (ধনের) লাভাং (লাভ হইতে ) লোভ: (লোভ ) প্রবর্ততে ( উদিত হয় )। লোভাং (লোভ হইতে ) বিবেকঃ (সদস্যবিচারবুদ্ধি) লুপ্যতে (লুপ্ত হইয়া থাকে), তস্মিন (সেই বিবেক) লুপ্তে (বিনষ্ট হইলে) বিনগুতি ( লোক বিনাশ প্রাপ্ত হয় ) ॥ ৭৪ অনুবাদ। ধনলাভ হইলে (ক্রমে) সাধুগণেরও লোভের উদয় হইয়া থাকে। লোভ হইলে, ইহ সৎ উহা অসৎ এইপ্রকার বুঝিবার শক্তিরূপ যে বিবেক, তাহাও লুপ্ত হয় ; বিবেক লুপ্ত হইলে মনুষ্য বিনাশকে প্রাপ্ত হয় ॥ ৭৪ দহত্যলাভে নিঃস্বত্ত্বং লাভে লোভে দহত্যমুম্। তস্মাৎ সন্তাপকং বিত্তং কস্য সৌখ্যং প্রযচ্ছতি ॥৭৫ অন্বয় | আলাভে ( ধনলাভ ন হইলে) নিঃস্বত্ত্বং (দরিদ্রব্যক্তিকে ) দহতি (তাপিত করিয়া থাকে), লাভে ( লাভ হইলে ) অমুং (সেই ব্যক্তিকেই ) লোভ: (লোভ ) দহতি (তাপিত করে ) ; তস্মাৎ (সেই কারণে) সন্তাপকং (সন্তাপজনক ) বিত্তং (ধন) কস্ত (কোন ব্যক্তির) সৌখ্যং (মৃথকে) প্রযচ্ছতি ( দান করিয়া থাকে ?) ॥ ৭৫ অনুবাদ। যদি লব্ধ না হয়, তাহা হইলে ধন দরিদ্র ব্যক্তিকে তাপযুক্ত করিয়া থাকে। আবার ধনলাভ হইলে, লোভ (উদিত হইয়) হৃদয়ের সন্তাপকর হইয়া থাকে। এই কারণে (সৰ্ব্বপ্রকারেই ) (হৃদয়ের) তাপজনক ধন (এই সংসারে) কাহার মুখ প্রদান-করে । (অর্থাৎ কাহারও স্বখের হেতু হয় না) ॥৭৫