পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 o সৰ্ব্ববেদান্তসিদ্ধাস্ত-সারসংগ্রহ। র্তাহারাই স্বর্গসাম্রাজ্যলক্ষীর লাভ নিবন্ধন সকল প্রকার মুখ ভোগ করিতে সমর্থ হন। যাহার ক্ষমাশীল নহে, তাহারাই বায়ুসমূহের দ্বার আহত পত্রসমূহ যেমন বৃক্ষ হইতে পতিত হয়, সেইরূপ (যোগমার্গ হইতে) পতিত হইয়া থাকে। ১৪০ তিতিক্ষয়া তপে দানং যজ্ঞস্তীর্থ ব্ৰতং শ্রুতম্। ভূতিঃ স্বগোহপবৰ্গশ্চ প্রাপ্যতে তত্তদার্থভিঃ ॥১৪১ অম্বর। তত্তদার্থভিঃ (সেই সেই ফল কামনা যাহার করে, তাহারা) তিতিক্ষয় ( ক্ষমার প্রভাবেই) তপঃ (তপস্তা ) দানং (দান) যজ্ঞ: ( যাগ-হোম প্রভৃতি) তীৰ্থং ( বারাণসী প্রভৃতি তীর্থক্ষেত্র ) ব্ৰতং (চান্দ্রায়াণাদি ব্ৰত) শ্রুতং (বিদ্যা) ভূতি, (ঐশ্বৰ্য্য) স্বর্গ (স্বর্গ) অপবৰ্গশ্চ (এবং অপবর্গ) প্রাপ্যতে (প্রাপ্ত হইয়া থাকে )৷ ১৪১ অনুবাদ। তত্তৎফলকামী ব্যক্তিগণ এক তিতিক্ষার দ্বারাই তপস্যা, দান, যজ্ঞ, তীর্থ, ব্রত, বিদ্যা, ঐশ্বর্য এবং অপবর্গ পর্যন্তও লাভ করিতে পারে ॥১৪১ ব্ৰহ্মচৰ্য্যমহিংসা চ সাধূনামপি চাৰ্ছৰ্ণম্। পরাক্ষেপাদিসহনং তিতিক্ষোরেব সিধ্যতি ॥ ১৪২ অস্বয়। ব্রহ্মচৰ্য্য (ব্রহ্মচৰ্য্য) অহিংসা (হিংসা পরিত্যাগ) সাধুনাং (সাধু গণের) অর্থশং (পূজন) অপিচ (এবং) পরাক্ষেপাদিসহনং (পরের তিরস্কার প্রভৃতির সহন) তিতিক্ষো; এব (তিতিক্ষাশীল ব্যক্তিরই) সিধতি ( সিদ্ধ छ्रज।। १ांग्ल ) ॥ s8२ অনুবাদ। ব্রহ্মচর্য, অহিংসা, সাধুগণের সেবা এবং পরের নিকট হইতে লব্ধ তিরস্কার প্রভৃতির সহন, তিতিক্ষশীল ব্যক্তিরই সিদ্ধ হইয়া থাকে ॥১৪২ সাধনেপি সৰ্ব্বে, তিতিক্ষোত্তমসাধনম্। যত্র বিস্কাঃ পলায়ন্তে দৈবিক অপি ভৌতিকাঃ ॥১৪৩ অম্বয়। সৰ্ব্বেষু(সকল) সাধনেমু (সাধনের মধ্যে) তিতিক্ষ (সঃ

  • সাধুনামগগণে ইতি বা পাঠ:।