পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o:

- o I .* o | . - - ;:o - -- 한글 출 সাধনা | আর মন দেবে কি করে ? পৃথিবী ছেড়ে অবধি এদের কাউর যদি একটি কথা শোনাতে পেরে ঝুঁকি ! শুনচে কি না জন্ম 鷺 মুখ দেখে কিছু বোঝবার যো নেই—একটা কথা বল্লে কেউ তার প্রতিবাদও করে না, এবং কারো কথার কোন প্রতিবাদ করলে তার একটা জবাব পাওয়াই যায় না। শুনেছি এইখানেই আমাকে সাড়ে পাচ কোটি সাড়ে পনর লক্ষ বৎসর কাটাতে হবে। তা হলেইত গেছি! আত্মহত্যা করে যে নিস্কৃতি পাওয়া স্বাৰে সে স্থবিধাও নেই –এখানকার সাপ্তাহিক মৃত্যুতালিকা অনেক করতে গিয়ে শুনলুম এখানে মৃত্যু নেই। অশ্বিনীকুমার নামক দুই বৈদ্য যে পদটি পেয়েছেন ওঁদের যদি বাধা খোরাক বরাদ না থাকৃত তা হলে সমস্ত স্বর্গ ঝেটিয়ে এক পয়সা ভিজিট জুট্ৰত না। তবে কি করতে যে ওঁরা এখানে আছেন তা আমাদের মানুষের বুদ্ধিতে বুঝতে পারিনে ! কাউকে ত খরচের হিসাব দিতে হয় ন৷ যার যা খুলি-তাই হচ্চে ! থাকৃত একটা মুনিসিপ্যালিটি, এবং নিয়মমত কাজ হত, তা হলে আমিই ত সৰ্ব্বাগ্রে ঐ দুটি হেপ্‌ অফিসারের পদ উঠিয়ে দেবার জন্যে লড়তুম। এই যে রোজ সভার মধ্যে অমৃত ছড়াছড়ি যাচ্চে, তার একটা হিসেব কোথাও আছে? সে দিন ত শচী ঠাকরুণকে স্পষ্টই মুখের উপর জিজ্ঞাসা করলুম, স্বগের সমস্ত ভাড়ার ত আপনার জিন্মায় আছে-পাক খাতায় হোক খসড়ায় হোক তার কোন একটা হিসাব রাখেন কিহাতচিঠা, কি, রসিদ, কি, কোন রকমের একটা নিদর্শন রাখ হয় ? শচীঠাকরুণ বোধ করি মনে মনে রাগ করলেন—স্বৰ্গ স্বটি হয়ে অবধি এ রকম প্রশ্ন তাকে কেউ জিজ্ঞাস করে নি। যা পাব্লিকের জিনিষ তার একটা রীতিমত জবাবদিহি থাকা চাই, সে বোধটা এদের কারো দেখতে পাইনে। অজস্র আছে বলেই কি অজস্র খরচ করতে হবে ? থাকতেই হয় তা হলে স্বর্গের সমস্ত বন্দোবস্ত আগাগোড়া রিফৰ্ম্ম, o না করে আমি নড়চিনে। আমি দেখুচি, গোড়ায় দরকার অ্যাজি টেশন—ঐ জিনিষটা স্বর্গে-একেবারেই নেই—সৰ দেবতাই বেশ সষ্ট হয়ে বসে আছেন। এদের এই তেত্রিশকোটিকে একবার রীতিমত বিচলিত করে তুলতে পারলে কিছু কাজ হয়। এখানকার লোকসংখ্যা দেখেই আমার মনে হয়েছিল এখানে একটি বড় রকমের দৈনিক কিম্বা সাপ্তাহিক খবরের কাগজ বেশ চালানো যেতে পারে। আমি যদি সম্পাদক হই, তা হলে আর দুটি উপযুক্ত সাৰ্বত্রডিটর পেলেই কাজ আরম্ভ করে দিতে পারি। প্রথমতঃ নারদকে দিয়ে খুব এক চোটু বিজ্ঞাপন বিলি করতে হয় । তার পরে বিষ্ণুলোক ব্রহ্মলোক চন্দ্রলোক স্বৰ্য্যলোকে গুটিকতক নিয়মিত সংবাদদাতা নিযুক্ত করতে হয় – আহি, এই কাজটি যদি আমি করে যেতে পারি তা হলে স্বর্গের এ চেহারা আর থাকে না। যারা সব, দেবতাদের ঘুষ দিয়ে দিয়ে স্বৰ্গে আসেন, প্রতি সংখ্যায় তাদের একটি করে সংক্ষেপ মৰ্ত্তজীবনী বের করতে পারি তা হলে অামা লের স্বৰ্গীয় মহাত্মাদের মধ্যে একটা সেন্সেশন পড়ে যায়!- একবার ইন্দ্রের কাছে আমার প্রস্তাবগুলো পেড়ে দেখতে হবে l (ইন্দ্রের নিকট গিয়া) দেখুন মহেন্দ্র, আপনার সঙ্গে আমার গোপনে কিছু – (অপ্সরীগণকে দেখিয়) ও ! আমি জানজুন এর সব এখানে আছেন – মাপ করবেন-আমি যাচ্চি – এ কি, শচীঠাকরুণও যে বসে আছেন । আর ঐ বুড়ো বুড়ো রাজর্ষি দেবর্ষিগুলোই বা এখানে বঁদে কি দেখচে ? দেখুন মহেন্দ্র, স্বর্গে স্বায়ুক্ত শাসন প্রথা প্রচলিত করেননি বলে এখানকার কাজকৰ্ম্ম তেমন ভাল রকম করে চলচে না। আপনি যদি কিছুকাল এই