পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కు 'R সাধনা ৷ শিকারী নেকড়ে বাঘ, স্বনম্য কুশদেহ অদ্ভুত জীব, দেখিতে উদার-প্রকৃতি, ইহাদের তীক্ষচক্ষে যেন বিদ্যুৎ থেলিতেছে— ইহাদের রক্ষকের মুটে বাড়াইয়া দিতেছে, আর ইহার কণ্টকিত জিহবার দ্বারা তাহ চাটিতেছে। অন্তক্র, একটা বিবাহ ব্যাপার। চল্লিশ জন গায়িক স্ত্রীলোক, জরদ রঙ্গের রেশমি কাপড়ে সজ্জিত হইয়া ভূমিতলে বসিয়া আছে। কন্যার বয়স দশ বৎসর, সে কেবল গায়িকাদিগের মধ্যে দাড়াইয়া আছে । রাস্তার শেষভাগে পদ-পথের উপর একটা গরীদের পিছনে, দশটা নরাহারী ব্যাস্ত্ররাজ মস্তক নত করিয়া তাহাদের কারাগৃহের মধ্যে ধীরে ধীরে পয়চালি করিতেছে। লোকেরা উহাদিগকে “সাহেব” অর্থাৎ প্রভু বলিয়। সম্বোধন করিতেছে—“সাহেব" নামের উপযুক্ত বটে। উহাদের মধ্যে যাহাকে সৰ্ব্বাপেক্ষা দেখিতে ভাল, সে ষোলটা স্ত্রীলোককে বধ করিয়াছে। . এই বিচিত্র দৃশ্যের মধ্যে, একটি দৃশ্য প্রায়ই দেখা যায়-গে দৃশ্যটি বড়ই সুন্দর । ছোট ছোট ছেলেদের নগ্নদেহের কি নমনীয়তা, কি লা লণ্য যত দেখি ততই ভাল লাগে—দেখিয়া ক্লান্ত হই না। ছোট ছোট ছেলেমেয়েদিগের সুগোল ট্যাবাটো বা ক্ষীণদেই দেখিতে অতি চমৎকার । দীর্ঘ কৃষ্ণবর্ণ কেশগুচ্ছ তাছাদের সুন্দর বিহবল মুখের উপর এবং সুকুমার-গঠন স্বন্দর বক্ষের উপর বুলিয়া পড়িয়াছে। সেই নবীন পেশীরাশি ও শোণিতের বল ও স্বাস্থ্য যেন স্পষ্ট অনুভব করা যায় । সে অতি চমৎকার । তাহাদের শ্যামবর্ণ দেহচৰ্ম্ম, আলোক ও বিশুদ্ধ বায়ুতে আচ্ছন্নতাহাতে আলোক ও ছায়। কেমন স্বন্দর রূপে মিশিতেছে { যুবতী স্ত্রীলোকদিগের বক্ষের নিম্নদেশ হইতে উদরের মধ্যদে" পৰ্য্যন্ত অনাবৃত—তাহারা যেরূপ পরিচ্ছদ পরে তাহ মতি দেৱ । নয়ন-তৃপ্তিকর, সাদাসিধা ও শান্তিময় এমন আর কোথাও নাহ । ভারতবর্ষে—জয়পুর । כאכס তাহাদের পরিহিত কোমল পরিচ্ছদ যেরূপ দেখিতে মধুর, যে সকল বালিকার অপেক্ষাকৃত কৃশ, তাহীদের আভ্যন্তরিক দেহপঞ্জরের আন্দোলন স্পষ্ট যেন দেখিতে পাওয়া যাইতেছে । একটা মন্দিরের মধ্যে প্রবেশ করিলাম, তাহার প্রকাও সোপান রাস্ত পর্য্যন্ত আসিয়া পড়িয়াছে। নিম্নদেশে, উ ষ্ট্রের ইটু গাড়িয়া ঘুমাইতেছে এবং সোপানের ধাপের উপর কুকু o রৌদ্রে শুইয়া আছে। সোপান দিয়া উঠিয়া একটা প্রাঙ্গণের সম্মুখে আসিলাম, সেই মার্বণ-আচ্ছাদিত প্রাঙ্গণে গভীবৃন্দ মুক্তভাবে বিচরণ করিতেছে। ইহার এক কোণে দুইটি পবিত্র বৃক্ষ প্রতিষ্ঠিত—একটি পুরুষ-বৃক্ষ বট এবং আর একটি স্ত্রী-বৃক্ষ, তাহার নাম পিপ্পল । একজন বৃদ্ধ প্রথম বৃক্ষটির চারিদিকে দ্রুতভাবে প্রদক্ষিণ করিতেছে, আর একটি বৃদ্ধ দ্বিতীয় বৃক্ষটির পাতায় জল ঢালিতেছে। ইহার ধারে আর একটি দ্বিতীয় প্রাঙ্গণ, ইহা স্তম্ভ পরিষ্কৃত বারাণ্ডার দ্বার বেষ্টিত—এইখানে, ছায়াতলে বসিয়া লোহিতবসনাবৃত কতকগুলি স্ত্রীলোক পুরোহিতের মুখ বইতে নাকীস্বরে উচ্চারিত রামায়ণ-গান শান্তভাবে শুনিতেছে । রোমটার নীচে যে সুন্দর মুখগুলি দেখা যাইতেছে, তাহারা যে * ধ্যানে মগ্ন এরূপ বোধ হয় না । এখানে সকলে এক পখ্রিবারের মত অবস্থিত । পুরোহিতের গলায় মালী, তিনি আসনে উপবিষ্ট, রামায়ণ পড়িবার সময় কখন স্বর উচ্চে উঠি " নাচে নাবিতেছে—এবং সেই ছন্দানুসারে তাহার দেহ গাদোলিত হইতেছে। অনেকগুলি চড়াইপার্থী এই ভক্তবৃন্দের মধ্যে নির্ভয়ে বিচরণ করিতেছে, এবং বড় বড় কাক, নিদ্রিত ' *দের কাধের উপর লাফাইয়া লাফাইয়া বসিতেছে। হিন্দু プF の「フエT * -- حصہCマ、び表。 1 - אי "א