পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপায়ে যদি তাহা কমিয়া যায়, তাহ। হইলে তাহার মূল্য অধিক হয় । বাহিরের লোকের ট্যাকশালে যে মুদ্র মুদ্রাঙ্কিত করিয়া লইত গবৰ্ণমেণ্ট এই ভাবিয়া তাহ বন্ধ করিয়া দিয়াছেন। কিন্তু হিত করিতে বিপরীত ফল উৎপন্ন হইয়াছে । রৌপ্য প্রচলন বন্ধ হইবে, না, কোথা হইতে দেশে আরও অধিক রৌপ্য আসি৷ পড়িয়াছে। কেহ কেহ বলেন যে, এদেশের লোকেরা রৌপ্য এবং রৌপ্যের মুদ্র সঞ্চয় করিয়া রাখিতে ভাল বাসে, তাছাই এখন বাজারে দেখা দিয়াছে। এতদ্ব্যতীত বিদেশ হই রোপ্যের আমদানি হইতেছে । সুতরাং টাকার দর এক শিলিং তিন পেন্স হইতে এক শিলিং দুই পেন্স ও ভগ্নাংশ ट्झेंब्लॉ0श् ! লর্ড ল্যান্সডাউন এবং বাবার সাহেব অনেক বুদ্ধি খরচ করির রৌপ্যের দর বাড়াইতে চেষ্টা করিয়াছেন । তাই না দিন দিন কমিয়া যাইতেছে। তাহাদিগের বুদ্ধি খরচের অবশ্য ম্ভাবী ফল কি হইবে, তাহ এখনও বলা যায় না। ফল কথ৷ এই যে, যদি আর অল্প দিনের মধ্যে কোন সুবিধার পথ অt না হয়, তাহা হইলে বোধ হয় আমাদিগের পরিত্রাণার্থ অবরি কোন একটি নুতন ট্যাক্স উদ্ভ.ত হইবে এবং তাহ হইলে সাগ ব বিষ্কৃত বিষ্কৃত দিগের জীবনও এইবারে ভরাডুবি হইবে। সকলই ভগবানের ইচ্ছা, এবং সকলই গবর্ণমেণ্টের ইচ্ছা । _ অপমান অনাদর ক্ষুদ্রতা দীন ষত কিছু ! লোকাকীর্ণ বৃহৎ সংসার, সি যুঝে মরি একপাশ্বে তার কোথ। অ সাণপণ করি? এক কণ। অন্ন লাগি ! আপনার স্থানটুকু রেখেছি তা" কড়ি’ জনস্রোত হতে । সেথ। আমি কেহ নহি, সহস্ত্রের মাঝে একজন ; সদ। বহি সংসারের ক্ষুদ্রভার ; কতু অনুগ্রহ কহু অবহেল। সহিতেছি অহরহ ;– সেই শত-সহস্ত্রের পরিচয়হীন ত, এই তুচ্ছ কৰ্ম্মাধীন মি লয়েছ তুলিয়া—নাহি জানি মোরে তু কোন ভাগ্যগুণে ! আয়ি মহীয়সী রাণী, কেন তুমি মোরে করিয়াছ মহীয়ান ! সখি, নত কর মুখ, কেন লজ্জা হেন অকারণে ? নহে ইহা মিথ্য। চাটু ! এই যে অামারে ঠেলি চলে জন রাজি মুখে, তাহার। কি জানে, ব i 委 褒 ਝੋ (. 9, r' : ; ন। তাক য়ে মোর নিশিদিন তোমার সোহাগ-সুধাপানে অঙ্গ মোর হয়েছে অমর ? সূত্র অামি । কৰ্ম্মচারী, বিদেশী ইংরাজ মোর স্বামী,