পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৮ সাধন । কঠোর কটাক্ষপাতে উচ্চে বসি হানে সংক্ষেপ আদেশ, মোর ভাষা নাহি জানে, মোর দুঃখ নাহি মানে,—রাজপথে ঘৰে রথে চড়ি ছুটে চলে সৌভাগ্যগরবে অজস্র উড়ায়ে ধূলি,—মোর গৃহ কৰ্ভু চিনিতে না পারে । মনে মনে বলি, প্রভূ, যাও ছুটে যাও, খেল গিয়ে খেলাঘরে, কর মৃত্য দীপালোকে প্রমোদসাগরে মত্ত ঘূর্ণ্যবেগে, তপ্তদেহে অৰ্দ্ধর ত্রে সঙ্গিনীরে লয়ে, উচ্ছসিত স্থরাপাত্রে তুষার গলায়ে কর পান, থাক সুখে নিত্য-মত্ততায় –এ ত বলি’ হাস্যমুখে ফিরে আসি আপনার সন্ধ্যাদীপ-জাল। আনন্দ মন্দির মাঝে, নিভৃত নিরালা - অয়ি প্রিয়ে, প্রেমের অভিষেক । স্তব প্রেম ; রেখেছে যেমন সুধাকর দেবতার গুপ্ত স্বধী যুগ যুগান্তর আপনারে স্থধাপাত্র করি ; বিধাতার পুণ্য অগ্নি জালায়ে রেখেছে অনিবার সবিত। যেমন সযতনে ; কমলার চরণ কিরণে যথা পরিয়াছে হার সুনিৰ্ম্মল গগনের অনন্ত ললাট । হে মহিমাময়ী, মোরে করেছ সম্রাট । কি দেখিছ মুখে মোর পরমবিস্মিত, ، 2. تع ভাগর নয়ন মেলি ? হে তাত্ম-বিস্মৃত, · - আপনারে নাহি জান তুমি, মোর কথ। o নারিবে বুঝিতে ! বড় পেয়েছিল্প ব্যথা আজি, বড় বেজেছিল অপমান, যবে আপোগণ্ড সাহেবশাবক, রূঢ়রবে করিল লাঞ্ছনা ! হায়, এ কি প্রহসন এ সংসার । ক্ষুত্র ব্যক্তি বড় সিংহাসম কুর পরিহ{সবশে করে অধিকার, কোন অভিনয়চ্ছলে নিখিল সংসার বড় বলি মান্ত করে তীরে ? शिशTी ज्ञtङ স্বত চেষ্টা করি আমি, সমস্ত সমাজ এক হয়ে, নত করে রাধিতন ざtマtび歪 তার কাছে, গণ্য আমি নাহি করি যারে সমকক্ষ, একাকী যে যোগ্য নহে মে' ' জেমে। প্রিয়ে বাহিরের প্রকাও でびあt歪