পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ses সাধনা। z নীতি-উপদেশও প্রদান করেন নাই, কিন্তু অত্যন্ত সহজভাবে সমস্ত বর্ণনায় একটি গভীর সহানুভূতি সঞ্চারিত করিয়া দিয়াছেন। বৃদ্ধ শবরের পক্ষীবধ বর্ণনার কিয়দংশ উদ্ধৃত করিলে বোধ করি ক্ষতি নাই। - - “কিমিব হি দুষ্ক রম করুণীনাং যতঃ স তমনেকতালতুঙ্গমত্রঙ্কষশাখাশিখর o মপি সোপানৈরিবাযত্নেনৈব পাদপমধিরুহ,তানলুপজাতোৎপতনশত্তান, কাশ্চি দল্পদিবসজা তান গৰ্ভচ্ছবিপাটলান শান্মলিকুসুমশঙ্কামুপজনয়তঃ, কাশ্চিম্বুদ্ভিদ মানপক্ষতয়া নলিনসংবৰ্ত্তিকানুকারিণঃ, কাংশ্চিদর্কোপলসদৃশান, কাংশ্চিরোহি তীয়মানচঞ্চুকোটান ঈষদ্বিঘটিতদলপুটপাটলমুখীনাং কমলমুকুলানাং শ্রিয়যুদ্ধইত, কাংশ্চিদনবরতশিরঃকম্পব্যাজেন নিবারয়ত ইব, প্রতীকারাসমর্থন, একৈকশ: ফলানীব তস্য বনস্পতেঃ শাখাসন্ধিভাঃ কোটরান্তরেভ্যশ্চ শুকশবকানগ্রহী অপগতাসূংশ্চ কৃত্ব ক্ষিতাবপতয়ৎ ।” এই পক্ষীশাবকগুলির বর্ণনাই কি সকরুণ ! উড়িতে শিখে নাই, কেহ অতি অল্প দিন হইল জন্মিয়াছে সেই জন্য গৰ্ভচ্ছবিপাটলবর্ণ–যেন শান্মলী কুসুমগুলির মত, কাহারও অল্প অল্প | নুতন ডান যেন পদ্মের নবদলের মত উঠিয়াছে, কাহারও লোহিত কটখানি らrr六TN うr মত, কেই ی-fir ہی ہی۔ طہے য়মান ক্ষুদ্র চঞ্চু যেন পদ্মকালর একটুখানি খোলা মুখটুকু বা অবিরত শিরঃকম্প দ্বারা এই নিষ্ঠুরকে যেন তাহার অকরুণ কাৰ্য্যে নিবারণ করিতে চাহিতেছে। এই সমস্ত প্রতীকারে অসমর্থ বিহুগশিশুগুলিকে যেন এক একটি ফলের মত বনস্পতির শাখাসদ্ধি tটরাভ্যন্তর হইতে বাহির করিয়া নিষ্ঠুর শবর যখন গীব মোটনপূর্বক ক্ষিতিতলে নিক্ষেপ করিতে লাগিল, কবির হৃদয়ে তখন কি শেলই বিধিতেছিল ! সেই জীর্ণ শান্মলী-তরুকোটরে বহু যুগ ੋ7ਦਛ। ৮লত "א.) שא.t> ধরিয়া বহু পক্ষীবংশ নিৰ্ব্বিঘ্নে বাস করিয়া আসিতেছে। প্রভাত হইলে তার তি 鱷 দিকে আহারান্বেষণে বহির্গত হয় এবং আহারানত্তর প্রত্যাগত ङ्झेक्षी \ বহিল। শবর যখন তাহার কুলায়সমীপে আসিয়া কোটরের মধ্যে

৪৫৩ :

কুলায়াবস্থিত শাবকদিগকে চষ্ণুপুটের দ্বারা শালিধান্যমঞ্জরী খাও য়াইয়া দেয় এবং শাবককে ক্রোড়ান্তে নিহিত করিয়া সেইখানেই দীর্ঘ নিশা যাপন করে । - - • একটি জীর্ণ কোটরে একটি বৃদ্ধ শুকদম্পতি নিরিবিলি বাস করিত। বৃদ্ধবয়সে তাহদের একটি সন্তান হয়। প্রবল প্রসৰ- । বেদনায় অভিভূত হইয়া সন্তান ভূমিষ্ঠ হইবার পরেই তাহার জননী । প্রাণত্যাগ করিল। বৃদ্ধ পত্নীবিয়োগে অতিমাত্র কাতর হইলেও । স্বতস্নেহবশতঃ শাবকের লালনপালন ও তৎসম্বৰ্দ্ধনে যত্নবান হইয়া । একাকী কায়ক্লেশে দুৰ্ব্বহ জীবনভার বহন করিতে লাগিল। বয়সের ; আধিক্য-হেতু ও বহুদিনের অনভ্যাসবশতঃ তাহার আর উড়িবার শক্তি ছিল না। নবশেফালিকাকুস্থমবৃন্তের হ্যায় পিঞ্জরবর্ণ চঞ্চুপুট দ্বারা পরনীড়নিপতিত শালিবল্লরী হইতে তণ্ডুলকণা গ্রহণ করিয়া করিয়া ও তরুমূলনিপতিত শুককুলাবদলিত ফলশকল সংগ্ৰহ করিয়া শাবককে আহার করাইত এবং শাবকের ভুক্তবিশিষ্ট নিজে আহার করিক্ত । সেদিন প্রভাতে মৃগয়াকোলাহলে জাগিয়া উঠিয়া শবরকে তরু অভিমুখে আসিতে দেখিয়া বৃদ্ধের সৰ্ব্বশরীর ভয়ে দ্বিগুণতর কম্পিত হইতে লাগিল, তালু শুষ্ক হইয়া আসিল, এবং অশ্রুপরিপ্লত ভয় বিহ্বল দৃষ্টিতে চারিদিকে চাহিয়া কিংকৰ্ত্তব্যবিমূঢ় সন্তানস্নেহপরবশ । স্বীয় বিবিধবনবরাহবসাবিত্ৰগন্ধী অনবরত কোদণ্ডগুণাকর্ষণহেতু ত্ৰণাঙ্কিত প্রকোষ্ঠ যমদণ্ডসদৃশ বাম বাহু প্রবেশ করাইয়া দিল, বৃদ্ধ চক্ষুদ্রারা তাহাকে যথাশক্তি আঘাত করিল, কিন্তু সে বাছপাশ ছাড়াইতে পারিল না। শবর তাহাকে বাহির করিয়া &