পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l–4– - hme – - ఇtూ সাধন । শেষ্যবস্থায় বৃন্দাবনে বাগ করতেন। দিল্লীর সত্ৰাট আকবর সাহ সেই সময়ে আগর নগরে থাকিতেন । তিনি সনাতন গোস্বামীর উৎকট বৈরাগ ও অসাধারণ মহত্ত্বের বিষয় অবগত - হইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন । এই সময়ে সনাতন বৃদ্ধাবস্থায় উপনীত হইয়াছিলেন। লেখক একস্থানে বলিয়াছেন, সনাতন ১৪৮• শকে বৃন্দাবনে অন্তর্হিত হইয়াছিলেন । (নব্যভারত মাম্ব ৫২৮ পৃষ্ঠা) ইল সত্য বগিয়া অবধারণ করলেও আকবরের সহিত তাহtর নাফাৎ হওয়ার কথা অসঙ্গত বলিয়। বোধ হয় না। আকবর ১৫৫৬ খৃঃ অন্ধে (১৪৭৮ শ্বকে} সম্রাট হয়েন, কিন্তু এই সময়ে তিনি চতুৰ্দশ বৎসর বয়স্ক বাগক মাত্র। স্বতরাং ১৪৮৬ শকে তাহার ব্যক্রম যোড়শ যৎসর। এত অল্প বয়সে তিনি যে সনাতনের সাধুতাতে মুগ্ধ হইয়া তাহfর দর্শনার্থী হুইবেন, ইহা সম্ভব ঘলিয়া বোধ হয় না। আমাদের বোধ হয় আর ৪ কিছু দিন পরে—অস্তুতঃ ২-২৫ বৎসর বয়গের সময় আকবর সনাতনের সঙ্গে সাক্ষাৎ করিয়াছিলেন এবং সনাতন ও অন্ততঃ ১৪৯০ শকপি পথও জীবিত ছিলেন। কলতঃ এ সম্বন্ধে তকমালের সহিত প্রচলিত ইতিহাসের কোন বিরোধ পরিলক্ষিত হয় না । আমাদের রোধ হয়, লেখক মহাশয় ভক্তমাণ অগ্রাহ্য করিয়া পারস্য গ্রন্থবিশেধ ও অদূলক জনপ্রবাদের আশ্রয় গ্রহণ করিয়াই ভ্ৰমে পতিত হইয়াছেন । লেখক আবার খলিতেছেন,আকবর “এক সময়ে একটা পত্রের উত্তরে মুগ্ধ হইয়া প্রথমে লেখক ও রচকের নাম জানিবার অভিপ্রারে গৌড়েশ্বরকে পত্র লেখেন। গৌড়েশ্বর সেই পত্র BBBS BBB BBB BBBB BB BBBB BBBB BBBB DDDS লেখক রূপ ও রচুক সনাতন এই উভয় নাম পত্রাত্যস্তরে লিথিয় দিল্লীগরের নিকট পাঠাইয় দেন । দিল্লীশ্বর সেই উত্তয় পাইয়া, শ্ৰদ্ধপ ও যন গুনকে মন্ত্রীর পদে অভিযক্ত এবং BB BBB BBBBB BB B BBBB BBB B BBBB মন্ত্রণায়ুসারে রাজকাৰ্য্য সম্পাদন করণের নিমিত্ত “ফরমণ"

--- سه

  • → শ্ৰমং গনতা স্ত্রীরূপ গোস্বামী । ৩৭৯

- অর্থাৎ নিজ অtঞ্জার সঠিত স্ত্রীরূপ ও সনাতনের পৃথক পৃথক নাম: এক একখানি "পাঞ্জাপট্রি” অর্থাৎ নিক্স করপল্লবযুক্ত সমন্স লিথিয়া গৌড়েশ্বরের নিকট পাঠাইয় দেন।” অকেবর রূপসনাতলের লিপিচাতুর্যো মুগ্ধ হইয়। উভয়কে তৎক্ষণাৎ গৌড়েশ্বরের মর্যাব পদে নিযুক্ত করিবার অকাট্যকারণস্বর্গ লেখক উল্লেখ করিয়াছেন যে, "সম্রাট আকবর शृ५f५f હતો. গ্যেকের আলর ৪ সন্মান করিতেন। লেখা ও রচনার ভাবে দিল্লীখলের প্রতায় হইয়াছিল যে, লেখক ও রচক মামান্ত নছেন। হয় দেব-অংশগস্তুত, নয় ঈশ্বরের কৃপাতাঞ্জন ঐ, অথবা সরস্বত g কোন বস্ত্ররা বরপুত্র r এ সম্বন্ধে আমাদের আর লেখক আর একস্থানে লিথিয়াছেন, “শ্ৰীকুমার দেব নৰহট (নৈহট্ট) বtয পরিতাগে নিজপুত্র বহুবিদ্যবিশারদ ঐসনাতন ও ঐকপ শ্ৰীবল্লভ, এই পুত্রতনয় এবং অন্যানা বন্ধু বান্ধয সাহিত গৌড় রাজধানীর নিকটস্থ রাধকেলী গ্রামে বয করিয়tfছলেন ।” কিন্তু ভক্তিরত্নাকরে লিপিগু আছে, স্নাতনের শিত কুমার জ্ঞাতিবর্গের অত্যtsাrর উৎপীড়িত হইয়। নৈহাটার বাস નઃ ত্যাগপূর্বক পূৰ্ব্ববঙ্গের বাকুলাচ্যুম্বীপে (আধুনিক ੋ। গিয়া বাগ করেণ। যাতায়াতের স্ববিধার নিমিত্ব যশেfতুষ্ট্রের অন্তর্গত কতোয়াবাদ গ্রামে দ্বিতীয় বাসস্থান নির্দিষ্ট করিয়াছিলেন - এই ফতোয়াবাদ গ্রামেই রূপসনাতন জন্মগ্রহণ কয়িয়াছিলেন। এই কতোয়tবাদ এখন দশোর জেলার এখানে রূপপমাতনের অট্টালিকা প্রভৃতির তথাবশেষ চিত্ন ও

  • "জ্ঞাতিবৰ্ষ হৈতে উদ্বেগ হৈল মনে। ছড়িলেন নাইট গ্রাম সেই ক্ষণে । fলজগৎ সহ বঙ্গদেশে শীঘ্ৰ গেলা । স্বাঞ্চল) চক্রদ্বীপ এনেতে বাস কৈলা ॥ যশোলে ফতোয়াবাদ নামে এাম হয় । গ ইয়াত হেতু তদা করিল আশ্রয় !"

ভক্তিরত্নাকর।