পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনা ৷ ধিক মাত্রায় আসক্ত হইও না, কায়ণ, বাসনা, স্বথ, ধন, সংসার সকলই মিথ্যা।” এই গৃহের প্রাচীর আলেখ্য ভূষিত স্বর্ণমণ্ডিত আবুত ; ডাহার উপর এই ধ্যাননিময়া রমণীগণ তাঁহাদের অনির্দিষ্ট দৃষ্টি প্রেরণ ফরিত এবং তাছাদের মানসিক কল্পনা বাহিরে মূৰ্ত্তিমান দেখিতে পাইত। এই লাক্ষাপটের উপর বুদ্ধের মহৎ জীখনেয় ঘটনাসমূহ চিত্রিত রহিয়াছে। লুম্বিনীর পুষ্পোধ্যানে তাছার জন্ম, উরুবিশ্বের মায়াকাননে তাহার দীর্ঘ নির্জনধ্য, বোধিমলের দাড়িম্ববৃক্ষতলে তাছার বুদ্ধ অবস্থার সম্পূর্ণতালাততাহার অসংখ্য অলৌকিক ক্রিয়, অবশেষে কুশিনগরে তাহায় মৃত্যু, এবং দেবতা ও ভক্তগণসমক্ষে চন্দনকাঠের চিতায় তাহায় । শধধহে। অন্যানা চিত্রও ছিল, বধ, সেই ছাতিমান স্বৰ্গলোক, যেখানে জীবন-দুঃস্বপ্লেখিত মহাত্মার গমন করেন,—অথবা অমিত-বুদ্ধেয় অপরূপ রাজ্য, যেখানে প্রকৃতি স্ববর্ণ, যুঞ্জত, প্রবাগ, মণিযুক্ত ও চিরনবীন কুসুমে বিভূষিত এবং যেস্থানেয় প্রাণী ও পদার্থসকল সৰ্ব্বদ। বিশুদ্ধ ও জ্যোতিৰ্ম্ময়। গধূমেয় মধ্য দিয়া দেখিলে মনে হইত যেন লাক্ষায় স্বর্ণময় ভিত্তির উপর একপ্রকার রৌদ্র বর্ণ বাষ্প উঠিতেছে, তাহাতে করিয়া ডিক্তি লিখিত পুণ্য কমলীয় চিত্রাবলী অধিকতর রহগাপুর্ণ ও অশরীরী হইয়া উঠিত। অনেকক্ষণ ধরিয়া এই ধ্যানসভা চলিত। কোনরূপ শুষ্ক সেই সমাধির বাঘাত করিত না। কেবল সময়ে সময়ে হয়ত এফটি গাস বহিয়৷ মাইক, কিন্তু এত মৃদ্ধ যে বুঝা যায় না তাছা এই রমণীগণের নিঃশ্বাসপ্রগাস কি ডাছাদের অত্তরের নিঃস্বন ব। মনের শূন্যে বিহারধ্বনি। এইরূপে যে সময় ফাটত তাহ। | | কমল কুমাপ্লিফাশ্ৰম । 心》 লাইটুপির পক্ষে অনিৰ্ব্বচনীয় সুখকর হইত। সে এমন সুগভীর শান্তি উপভোগ কল্পিত যে তাহার মনে হইত যেন কোন দৈব 7স্থত্রে সে সেই সমুজ্জ্বল শাস্তিলোকের দ্বারে উপনীত হইয়াছে, যেখানে বিশুদ্ধ জ্ঞান সম্পূর্ণ নিরুদ্বেগ হইয়া বিশ্রাম লাভ করে। সন্ধ্যা হইলে পর, লাইটুপি একাকী তাহার ক্ষুদ্র কক্ষে ফিরিয়া অসিত, এবং, ধে মহারাত্রি তাহাঁর অন্ধকার অঞ্চলে এই শতবর্ষীয় অরণাকে ঢাকিয়া রাখে, নিদ্রা বিসর্জন করিয়া মুক্ত বাতায়ন-পথে সেই রাত্রির শোভা নিরীক্ষণ কল্পিত। নিৰ্ম্মল শীতল বায়ু তাহায় যুগে স্নেহহস্ত বুলাইত ও তাছার সর্বশরীরে দেন একটা জীবনের হিল্লোল আসিয়া লাগিত ; ঘুমস্ত বিশাল অরণ্যের আগ্র গন্ধ তাহাকে মধুর বিহ্বলতায় আলুত ফরিড ; কোন কোন নিশাচর পক্ষীর সকরুণ গান ডাহার বিচলিত হৃদয়ে প্রতিধ্বনি জাগাইত , কতই মোহন স্বক্ষ দৃশ্য, সৌরভ, अर्, ब्रद ७ ७धष्ठिभूॐि ७ाहांत्र भtन डैमग्न ह३ग्रl oप नूठन জগৎ স্বজন কলিত। এই হৃদয়ই অনতিপূৰ্ব্বে শোকে মগ্ন ও বিপদের থরতাপে যেন বিশুষ্ক প্রায় হইয়া গিয়াছিল, কিন্তু ইহাদুই মধ্যে নুতন প্রাণ পাইয় পুনঃ প্রফ টনোয়ুখ হইয়াছে। এই শান্তি কিন্তু অধিক দিন স্থায়ী হইল না । ইহা কেবল এক প্রকার ক্ষণিক বিরাম, যেন এই হর্ভাগিনী ডীল করিয়া ছঃথ তেfগ করিতে পারবে বলিয়াই বল সঞ্চয় করিয়াছিল। কুমাফ্রিকাশ্ৰমে প্রবেশ অবধি লাইটুসির মূল যে মুখনিদ্রায় নিমগ্ন ছিল, একদিন সহস্য অকারণে তাছ ডাঙ্গিয়া গেল। ডাহার জীবনের কষ্ট, ডাহার ব্যর্থ যৌবন, তাছার আশাহত তবিধ্যৎ, সমস্ত একটিমাত্র চিত্রে ভtহার মানসপটে আবিভূতি হুইল এবং তাহার হৃদয়েয় বাডন উচ্ছসিত ফরিয়া তুলিল। .