পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+5 সাধনা ৷ | পা চড়াইবার জমি করিয়া লইয়াছে, সেই সেই স্থান লইয়া একটি “ইপিরিয়ালু ফেডারেশন” গঠিত হউক। কিন্তু এক মহা যমদ্য ভারতবর্য। ভাহাকে লইয়। কি ক। যায় ? ছাড়িয়া দেওয়া অসম্ভব-অবস্থা এমন দাড়াইয়াছে যে, । ভারতবর্ষকে ছাড়িয়া ইংলণ্ডের একদণ্ড চলে না। ইংরাজ শ্রমজীবীর অল্পের সংস্থান ভারতবর্য। বড় সামান্য সংস্থান নহে-বৎসত্ত্বে প্রায় একশত কোটি টাকার বাণিজ্য। ভারতবর্ধকে ছাড়িয়া দিলে লাঙ্কাশায়ারের তত্ত্ববায়কে যাদে পনের দিন উপবাস করিতে হয়, ওল্ড হ্যামের তিন-চতুর্থাংশ কাজ বন্ধ হইয়। ধার। ডাওঁীয় পাটেন্ম ব্যবসায়ীর একমাত্র নির্ভর বাগলার পাট–রপ্তানি একদিন বন্ধ থাকিলে পরদিন সেখানে একেবারে সর্বনাশ । লওন চেম্বার অফ কমার্সে বক্তৃভাকালে লর্ড ডফারণ স্পষ্টই ৰলিয়াছিলেন যে, ভারতবর্ষে সামান্য গোলযোগ উপস্থিত হইলে বিঘাতের প্রতোক সামান্যতম কুটীয়বাধীকে পৰ্য্যন্ত তাহার দারুণ ফলভোগ করিতে হইবে। বিলাতী পণ্যসামগ্রীর রপ্তানি H ভারতবর্ষেই সৰ্ব্বাপেক্ষা অধিক। ১৮৮৮ সালে বিলাত হইতে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে সৰ্ব্বশুদ্ধ ৭২,•••,••• পাউণ্ড মুল্যের তুলার বস্ত্রাদি রপ্তানি হয়। তাহার মধ্যে তারতবর্ষে কাইতি ২১,২৫,০০০ পাউও মূল্যের সামগ্ৰী, কিন্তু চীনে ৬,৫...... পাউণ্ড, জৰ্ম্মনিতে ২,৫••,• • • পাউণ্ড এবং মার্কিন যুক্তরাজ্যে ২,****** পাউণ্ডেয় অধিক নয়। ঐ বৎসরেই বিলাত হইতে নানান দেশে ৩৬,•••••• পাউও মূলোয় ধাতুনিৰ্ম্মিত সামগ্ৰী এবং বিবিধ যন্ত্রাদি রপ্তানি হয়-তন্মধ্যে তারতবর্যে কাতি ****** পাউও মূল্যেয় দ্রব্য,কিন্তু ফ্রাঙ্গে ৩,০০০,০০০ পাউণ্ড, ۹t Str = ৭৫৮,• • • পাউণ্ড বৈل وی:۶۲ ه ه ۰,ه » ۹ود RTi} সারসংগ্ৰহ । *id নয়। লর্ড ন্ডফারিণ বলেন, ভারতের সহিত বিলাতের বাণিজ্য সমগ্ৰ পৃথিবীতে ত্রিটিশ বাণিজো দশমাংশ। শুধু আমদানি রপ্তানি নহে, ভারতবর্ষে রেলওয়ে প্রভৃতিতে ইংরালের ৩৫•,•••••• পাউণ্ড নিয়মিত থাটিতেছে। ইহা ভিয় ছোটখাট নানা বা বসায়ে বিস্তয় বিলাতী মুলধন খাটে এবং ন্যাযt কুদ পোষাইয়াও ইংরাজ বণিকের যথেষ্ট লাভ থাকে। ইহার উপর লঙ্কাধিক ইংরাজ কৰ্ম্মচারীর বেতন তারতবর্ষকে যোগাইতে হয়। এবং বাটাবিভ্রাটের কল্যাণে বিলাতে পেনশন যোগাইতেও সামালা ও লাগে না । আরও, পুস্ত্রাঞ্চলে ইংরাজের বাণিজ্যবিস্তারের সম্পূর্ণ নির্ভর তারতবর্ষের উপর। তায়তধর্য হাতছাড়া হইলে প্রাচ্য ভূভাগে ইংরাজ বাণিজ্যশ্রী একেবারে লিম্প্রভ হইয়া পড়িবে। ইংলণ্ড এই কামধেনুকে ছাড়িবে কি হঃথে ? ইংলণ্ডের ত কথাই নাই, ইংরাজের উপনিবেশসমূহও ভারতবর্যকে ধোহল কল্পিয়া পন্ধিপুষ্ট হইতেছে । এডেন ও অদ্যান্ত গুটিকতক বৰ্ম্ময়ে তারতবর্ষ ইংরাজসৈন্যের সমস্ত ব্যহতার বহন করিয়া অষ্ট্রেলেসিয়ার বিস্তর স্বাধধা করিয়া দেয়। এবং সম্প্রতি ভারতবর্ষেয় সহিত বাণিজ্জাস্বত্রে অষ্ট্রেলেযিয়ার অবস্থাও অনেক তাল হইয়া উঠিতেছে। ভারতবর্য ইংরাক্সের অধিকারচু্যত হইলে এ আশায় পথ একেবারে বন্ধ। দক্ষিণ আফ্রিকাল্প উন্নতিয় প্রধান কারণই ভারতবর্ষ এক সময়ে ভায়তবর্ষে আসিবায় পথে এইঘানে জাহাজ খামিত। এবং এখনও ভারতবর্যের সহিত সম্বন্ধেই ইহায় বিশেব গেীয়া । ইংরাজ উপনিবেশসমূহের মধ্যে একমাত্র কানাডারই তারতবর্যের সহিত দুগ্ধ সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি প্রশাস্ত মহাসাগরে