পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছেলে নেয়ে কি-একটা খেলার ছলে ক্ষণেকে জনা দেখা ঞ্জির বাস্থত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত । একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে যাসীকে জিহ্বাস করিয়াছিল*মালা, মার কাছে কবে যাব ?” মাম বলিয়ছিলেন “স্কুগের ছুটি হোক।” কাধিক মাসে পূজার ছুটি সে এখনে ঢের দেরী । একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া কেলিল ৷ একেত সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর মই হারাইয়। একেবারে নাচার হইয়া পড়িল। মাষ্ট্যর প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধোর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল বে তাহার সামাতে ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ কল্পিত । ইহার কোন অপমানে ভাgায় অল্যানা বালকের চেয়েও যেন বলপূৰ্ব্বক বেশী করিয়া আমোদ প্রকাশ কল্পিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামীর কাছে নিতান্ত অপরাধীর মত গিয়া কুস্থিল “বই হারিয়ে ফেলেচি,” মামী অধৰ্যের দুই প্রাস্তে বিরক্রিয় প্লেথ। জঙ্কিত করিয়া বলিলেন, “বেশ করেচ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিলে।” ফটিক স্বায় কিছু না বলিয়া চলিয়া,আলি-সেবে পরের পয়ল নষ্ট কল্পিতেছে এই মনে করিয়া ভাষায় সায়ের উপর অত্যন্ত অভিযান উপস্থিত হইল, নিজের হীনতা এবং দৈনা তহিকে মাটির সহিত মিশাইয়। ফেলিল । - - স্কুল হইতে কিরিয়া সেইরাত্রে তাঁহার মাথাব্যথা করিতে লাগিল এবং গ৷ সিক্সসিন্ধু করিয়া আদিল । বুঝিতে পারিল তাহার অল্প আদিতেছে। বুঝিতে পায়ণ ব্যামো বাধাংশে তাহার মামীর প্রতি অতান্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামা ছুটি । る家奪 এই ব্যামেটিাকে বে কিরূপ একটা অকারণ অনাবশাক জালা ১ তনের স্বরূপ দেখিবে তাঙ্গ গে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল । রোগের সময় এই অকৰ্ম্মণ্য অস্থত নিৰ্ব্বোধ বালক পৃথিবীতে নিজেয় মা ছাড়া আর কাহারও কাছে সেধ পাইতে পারে এরূপ প্রতাfশা করিতে তাহার লজ্জা লেtধ হইতে লাগিল । পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্কিকে প্রতিবেশীদেয় ঘরে খোজ করিরা তাহার কোন সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্ৰাবশের বৃষ্টি পড়িতেছে । স্বতরাং তাহার খোজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিঞ্জিতে হইল। আধশেষে কোথাও না পাইয়। বিশ্বস্তুর বাবু পুলিধে খবর দিলেন। সূর্যস্ত দিনের পর সন্ধার সময় একট। গাড়ি আদির পিশ্বস্তর বাবু বাড়িয় সম্মুখে দাড়াইল। তখনও ঝুপূঝুপ করিরা অবিশ্ৰাম বৃটি গড়িতেছে ; রাস্তার একইtটু জল দাড়াইরা গিরাtছ। দুইজন পুলিবের লোক গাড়ি হইহুে কাটককে ধরাধরি নামাইয়া বিশ্বস্তুর বাবুর নিকট উপস্থিত কহিল । তাছার আশাদমস্তক তিজ, সৰ্ব্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতধর্ণ, থর্থস্থ করির ফঁাপিতেছে। বিশ্বস্তুর বাবু প্রায় কোলে করির তাহাকে অন্তঃপুরে লইর গেলেন। সীসা তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন—“কেন বাপু, পরেব ছেলেকে নিয়ে কেন এ কৰ্ম্মভোগ! দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও!” বাস্তবিক, সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালরূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিতও না-হক অনেক খিটুশ্বিট, করিয়াছেন। ফটিক কাদিরা উঠিয়া কহিল "আমি মার কাছে বাচ্ছিলুব, আমাকে ফিয়িয়ে এলেচে ।” J o