পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిబ్రీ সুধিল । বালকের জর অত্যন্ত দাড়িয়া উঠিল । সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বস্তুর বাবু চিকিৎসক লইয়। আসিলেন । ফটিক তাছার রক্তবর্ণ চকু একবার উল্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিতাবে তাকাইয়া কছিল “নাম, আমার ছুটি হয়েছে কি ?” বিশ্বস্তুর বাবু রুমালে চোথ মুছিয়া সয়েহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন, ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল-বলিল “ম, আমাকে মারিসনে মা। সুতি বলুচি আমি কোন দোষ কপ্লিনি " পরদিন দিনের খেল। কিছুক্ষণের জন্য সচেতন হইয়া কটিক যাহার প্রত্যাশায় ফ্যালুফ্যালু করির ঘরের চারিদিকে চাছিল। নিরাশ হইয়া আবার দেয়ালের দিকে মুগ্ধ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বস্তুর মাধু তাeার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে দুখ নত করিয়া যুদ্ধশ্বরে কছিলেন “ফটিক, তোর মাকে আনতে গাঠিয়েচি।” তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ। “আজ রাতটা যদি কেটে বায় গু কালকের দিনট। আবার একটু তাল হতে পারে” বগিয় ডাক্তার চলিয়া গেলেন। বিশ্বস্তুয় বাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতিমুহূর্তেই ফটকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন । - ফটিক খালাধীদের মত কুর করিয়া করিয়া বলিতে লাগিল “এক বাe মেলে না। দো বাও মেলে—এ-এ না ’ কলিকাতায় আসিবায় সময় থানিকটা রাস্তা ষ্টীমারে আদিতে হইয়া ছিল, থালাধার কাছে ফেলিয়। স্বল্প কল্পির করিয়া জ্বল মাপিত ; 上*、 f বুদ্ধচরিত। ১২৭ ফটিক প্রলtপে তাছাদেরই অনুকরণে ককৃণস্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়। কোথাও তাহার তল পাইতেছে না। - এমন সময়ে ফটিকের মাত। ঋড়ের মত ধরের মধ্যে প্রবেশ করিয়্যই উচ্চ কলরবে শোক কারভে লাগিলেন। যিশ্বস্তয় বহুকষ্টে প্তাহ শোকাচ্ছ,াম নিবৃত্ত ফয়িলে তিনি শয্যার উপর আছাড় থাইরা পড়িয়া উচ্চৈঃস্বরে ডাকিলেন “ফটিক, সোনার মাণিক আমার ” কটিক যেন অতি সহজেই তাহার উত্তর LDD BBB SttH E D BBB BBBB SB BBBS ব্যপধনরে!” কটিক আস্তে স্বাস্তে পাশ ফিরির কাহাকে ৪ লক্ষ্য না করিয়৷ যুঞ্জস্বরে কহিল “ম, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি ৰাড়ি বাfচ্চ ।” বুদ্ধচরিত। যষ্ঠ অধ্যায়। বুদ্ধের অলৌকিক জন্ম । পাঠকদের স্মরণ থাকিলে যে জয়সেনের এক পুত্র এবং এক কন্যা ছিল । পুত্রের নাম সিংহুহুস্থ এবং কন্যার নাম বশোধরা। সিংহইত্বর পুত্র গুদ্ধোদন এবং যশোধরার দুই কন্যা মায়াদেবী এবং মহা প্রজাপতি । এই দুই কন্যার সহিত গুদ্ধোদনের বিধাই হুইয়াছিল। পূৰ্ব্বে ঘলা হইয়াছে যে শাক্যধংশের বিবাহ কোলি