পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t 余 প্রথম প্রস্তাব । গঙ্গাজলে নিক্ষেপ করিতে চাহিৰে ; অতএব মতামত লইয়া বিরোধ অপেক্ষ প্রকৃত ধৰ্ম্মের প্রতি অধিকতর মনোযোগ প্রদান করা, আমাদের অতীব কর্তব্য। দেখাইতেছে, রামপ্রসাদ ও টোকারামু প্রভৃতি পৌত্তলিক-ধৰ্ম্মসঙ্গীত রচয়িতাদিগের গান ব্রাহ্মীগের ভাল লাগে এবং ব্রহ্মসঙ্গীত অনেকানেক পৌত্তলিকদিীগরও ভাল লাগে । ঈশ্বরের উপাসনা এমন করিয়া করা যাইতে পারে, যাহাতে ব্রাহ্ম, পৌত্তলিক হিন্দু, মুদুলমর্ম ও খ্ৰীষ্টীয়ান সকলেই অনায়াসে যোগ দিতে পারেন । ধর্শ্বের এই সাধারণভূমি কি ?—ঈশ্বরের প্রতি প্রীতি, ও তাহার প্রিয় কাৰ্য্য সাধন । এই বিধয়ে প্রধানতঃ সৰ্ব্বদ বলিলে ধৰ্ম্ম প্রচারের অভিপ্রায় সিদ্ধ হয়। ইহা কার্য্যে পুরিণত করিলে অর্থাৎ নিজে ঈশ্বরকে প্রীতি করিলে এবং তাহার প্রিয় কাৰ্য্য সাধন করিলে,প্রচার কার্য্যযেমন সিদ্ধ হয় এমন আর অন্য কিছুতেই হয় না। এমন সকল লোক দেখা গিয়াছে, যাহারা চিরকালই ধৰ্ম্ম বিষয়ক আন্দোলন করিতেছেন এবং মতামত লইয়া ৰিবাদ করিতেছেন ; কিন্তু " তাহার রিপু সকল বশীভূত করিতে পারেন নাই এবং তাহাদিগের ঈশ্বরে প্রকৃত ভক্তি জন্মে নাই। --নাস্তিক এবং সংশয়বাদীগণ বলেন যে, ধৰ্ম্ম লোকের পাপু-প্রবৃত্তি দমনে অক্ষমুং-ফু নিবন্ধন লোকসমাজে পাপকাৰ্য্যের সংখ্যা কমে না। কত দিন ধর্শের শত্রুদিগকে প্রশ্নের প্রতি এই মির্থ্য। কলঙ্ক-জারোপ করিতে ঘৰ্ম্মাবলম্বীরা দিবেন ? প্রকৃত ধৰ্ম্ম অবশ্য গাপ দমন করিতে সম্যক্রপে সক্ষম। নাস্তিক'