পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় প্রস্তাব । له لا ধৰ্ম্ম, মুসলমান ধৰ্ম্ম ও ব্রাহ্মধৰ্ম্ম অসাম্প্রদায়িক পারধর্মের গুরুত্ব ক্রমে অনুভব করিয়া তাহার অনুষ্ঠান ও প্রচারের প্রতি অধিকতর মনোযোগী হইয়াছেন এবং এ বিষয়ে ব্রাহ্মধৰ্ম্ম যেরূপ মনোৰোগী এমন অন্য কোন ধৰ্ম্ম নহে। এমত ভরসা করা যাইতে পারে যে, এমন সায় পৃথিবীতে আসিবে, যখন ধৰ্ম্মাবলম্বার স্বীয় স্বীয় ধর্মেরক্ষাংশ অপেক্ষ তাহার সারভাগ প্রচারে অধিকতর যত্নবান হইবেন এবং পরস্পরের ধৰ্ম্মের মধ্যে ঐক্য সন্দর্শন করির পরস্পর ভ্রাতৃভাবে বদ্ধ হইয়৷ পৃথিবীতে শাস্তির রাজ্য আনয়ন পুৰ্ব্বক মর্ত্যলোকের, অনিৰ্ব্বচনীয় শোভা সম্পাদন কণবেন। ব্রাহ্মধৰ্ম্ম সকল"প্রচলিত ধৰ্ম্মাপেক্ষ শ্রেষ্ঠ ; ব্রাহ্মদিগের প্রধান কৰ্ত্তব্য এই যে, প্রচার সময়ে সকল ধৰ্ম্মের মধ্যে ঐক্য প্রদর্শন পূৰ্ব্বক এই শাস্তি ও ভ্রাতৃভাবের রাজ্য শীঘ্ৰ আনয়ন করেন। তাহাদিগের প্রধান কৰ্ত্তব্য, “Strengthening, the bonds of union between men of all religious persuasions and creeds” আদি ব্রাহ্মসমাজের টুডোডের এই মহৎ , উদার বাক্য অনুসারে সর্বদা কাৰ্য্য করেন।