পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর বিবাহ করিতে চাহেন, এজন্য সার উইলিয়মকে বিশেষ সুবিধা দিবার তাহার অভিপ্রায় আছে । ষে পত্রবাহক এই পত্র লষ্টয় গেল, তাহারই হাতে লেডী অ্যাসটনের নামে মাষ্টার আর একখানি পত্র দিলেন । উহাতে তিনি লিখিলেন যে, লেডী অ্যাসটনের তিনি বিরাগভাজন হইতে চাহেন না । যদি অজ্ঞাতসারে তিনি অপ্রীতিজনক কোনও ব্যবহার করিয়া থাকেন, তবে তিনি যেন ভাঙ্গ বিস্তুত হন । মিস অ্যাসটনের পাণিগ্রহণের তাহার একান্ত আগ্ৰহ । সুতরাং লেডী অ্যাসটনের ন্যাস সম্ৰান্ত মহিল৷ পূৰ্ব্বকথা বিস্তুত হইখ! স্টান্তাকে বন্ধু বলিয়া, পরিবারের এক জম বলিয়া গ্রহণ করিলে মাষ্টার অনুযুঁহীত ও মুখ হইবেন । পরিণামে তিনি দেখিতে পাইবেন, এডগার মাষ্টার র্যাভেন উড র্তাহাধু অম্লগ ত হইয় পীড়য়াছেন । তৃতীয় আর একখানি পর তিনি লুসীকে লিখিলেন । পত্রবাহককে বলিয়া দিলেন যে, এ পত্ৰখানি অতি গোপণে ঘন মিস অ্যাসটনের তাতে দেওয়া হয় । এই পরে মাষ্টার ঠাহার একনিষ্ঠ গভীর প্রেমের কথা বাল্ল করিলেন ; অপহৃত সম্পত্তি তিনি ফিরাইয়। পাইতেছেন, সুতরাং অতঃপর উভঘের মিলনে তার কোন বাধা থাকিবে না । পরে তিনি লিখিয় দিলেন যে, লুসীর পিতামাতার অসন্তোষ দূরীভূত করিবার জন্ত তিনি তাহাদিগকে ও পত্র লিখিয়াছেন । তাহার অংশ! আছে যে, তাহার প্রথম। সুফল প্রসব কবিবে যদি ৩াই ন হয়, তথাপি তিন আশা করেন, স্কটল্যাণ্ডে তাহার অনুপস্থিতিকালে, সকল বিতৃষ্ণ দূর হইয়। যাইবে । কারণ, তিন ষে প্রয়োজনীয় কাজের জন্ত বিদেশে যাইতেছেন, তাহার ফল ভালই হইবে । ইতিমধ্যে মিস অ্যাসটন ষেন র্তাহার উপর বিশ্বাস অটুট রাখেন । ভার পর উভয়ের মিলনের পথে যাবতীয় বাধা অপসারিত হুইৰে । এই তিনখানি পত্রের উত্তর যথাসময়ে র্যাভেনসউণ্ড পাইলেন । লেডী অ্যাসটন পত্র পাইবামাত্র লোক মারফতেই এইরূপ :– “অপরিচিত মহাশয়,—এডগার, মাষ্টার র্যাভেনসউড স্বাক্ষরিত একখানি পত্র আমি পাইয়াছি । লেখক সম্বন্ধে আমার নিশ্চিত কোন ধারণা নাই। ‘ভূতপূৰ্ব্ব লর্ড এলান র্যাভেনসউড রাজদ্রোহের অপরাধে বংশগৌরব হইতে বিচু্যত సెరి হষ্টয়াছিলেন বলিয়াই লেখক সম্বন্ধে আমার সংশয় জাগিয়াছে , মহাশয়, আপনি যে নাম ব্যবহার করিয়াছেন, আপনি ষীদ সেই ব্যক্তিই হন, হি৷ হইলে আপনি জানিয়া রাখুন যে, আমি মিস ম্যাসটনের জননী বলিয়া সম্পূর্ণ দাবী রাখি। আমি সেই দাবী পূর্ণমাত্রার প্রয়োগ করিতেছি । আপনার বংশের কোন লোক আমার কন্যার পাণিপ্রাগ হইলে আমি সে প্রস্তাবে কর্ণপাত করিল না ; কারণ, এই বংশের সস্তানগণ চিরকাল প্রজাব স্বার্থবিরোধী কাজ করিয়া আসিয়াছেন। আপনি সম্পত্তিলাভে ধনী হুইয়াছেন ব৷ হইতেছেন বলিয়া আমার মন্তের পরিবর্তন ঘটিবার কোনও সস্তাবনা নাই ! এবাপ ভাগ্য-বিপর্যায়ের সহিত আমি পরিচিত । দুঃলোক শক্তিশালী হইলেক্ট তাহার সঙ্গিন্ত সম্বন্ধ করিতে ছুইবে, ইহা আমার প্রকাতবিরুদ্ধ সুতরাং এক্ট সকল কথা মনে রাখিয়া আপনি লুসীয় সম্বন্ধে কোনপ্রকার আশা রাখিবেন না । এ বিষয়ে আপনি আমাদের কাছে অপরিচিতই থাকিয় যাইবেন : ইতি— মার্গারেট দুগলাস, ওরফে অ্যালটন - এইরূপ সন্তোষবিহীন উত্তর পাইবার দুই দিবস পরে মাষ্টার র্যাভেনসট্টড এডিনবরার রাজপথ দিয়া স্বখন ভ্রমণ করিতেছিলেন, সেই সময় লকহার্ডের সহিত তাহার দেখা হঈয় গেল । সে অভিবাদনানস্তর তাহার হাতে একখানি পত্ৰ দিয! চলিয়! গেল । ঘনসন্নিবিঃ হস্তাক্ষরপূর্ণ ঢারি পৃষ্ঠাব্যাপী পত্নখানি সার উইলিয়ম তাহকে লিখিয়ছিলেন । পত্রে স৷র উইলিয়ম, মাষ্টারের অশেষ গুণ এবং মর্ষ্যাদার কীৰ্ত্তন করিয়া বন্ধুত্ব জ্ঞাপন করিয়াছেন । দি ইংরেজ লর্ডসভা বিচার করিয়! তাহাকে সম্পত্ত্বি হইতে বিচুত করেন, তাঙ্গ হইলে তিনি বিশেষ বাথিত লর্ড কিপারের পদ কক্টবেন সনে" নাই । হইতে তিনি তাড়াতাড়ি পিচু ই ই ইয়াছেন, এজন্য তিনি মৰ্ম্মাহত হইয়াছেন । তাঙ্গাকে কৈফিয়ৎ দিবার সুযোগ পৰ্য্যস্ত প্রদান করা হয় নাই ! তাছার ইচ্ছা ছল, বত্তমান সরকাবকে তিনি ব্যবহারাজীব হিসাবে সাহায্য করেন, কিন্তু সে অবকাশ তাহাকে দেওয়া হয় নাই। র্যাভেনসটড ও র্তাহার কন্যার লাগ দান প্রসঙ্গে সার উইলিয়ম সোজাভাবে কোন কথা লিখেন নাই। এত তাড়াতাড়ি উভয়ের বাগদান-ব্যাপার অনুষ্ঠিত হওয়া উচিত, হয় নাই বলিয়। তিনি দুঃখ প্রকাশ করিয়াছেন । তিনি এ বিষয়ে মাষ্ট্রারকে কোনও উৎসাহ প্রদান করেন নাই, সে