পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারযুর । যুবতীর চোখের দৃষ্টি এবং ভদ্রলোকের পাখান ষে ভাবে একেছ, তা দেখে বুঝতে পারছি, এর দুজনে প্রেম সম্পর্কে আলোচনা করছেন ।” টিনটো বলিলেন, “তোমার মনে এরূপ দুঃসাহস হ’ল কেন ? পুরুষটি বে রকম সক্রোধ আগ্রন্থের সঙ্গে নিজের প্রস্তাব পেশ করছেন—যুবতীর মুখে যে রকম হতাশের চিহ্ন ফুটে উঠেছে দেখছ, প্রৌঢ়৷ যে রকম দৃঢ়তা দেখাচ্ছেন, যুবতীটি তাতে যে রকম ভাব প্রকাশ করছেন—” আমি খপিলাম, “ত হ’লে বলতে হবে, টল্‌টো, তোমার পেনসিল মিঃ পকের নাটকীয় কলা-বিদ্যার চেয়ে শ্রেষ্ঠ ।” টিনটে বললেন, “প্রিয় বন্ধু, পিটার, তোমার দোষ সংশোধনের অক্ষী স্ত হোক, আমি তোমাকে আমার চিহের পষর ধুঝিয়ে দিতে অরাজী নই ৷ সঙ্গে সঙ্গে ৩ে:মার লেখনীর জন্য কিছু খোরাক ও দেব ! গেল গ্রীষ্মকালে আমি ইষ্ট লোথিয়ান ও বারউইক শায়াবের সমুদ্রকুলবৰ্ত্তা স্থানের ছবি আঁকছিলাম । সেখানে প্ল্যামারমুর পাহাড়ের ঐতিহাসিক কাহিনীর খবর পেলাম । 江!动 এলিজাবেথ যুগের হল দেখানে আছে, এ খবর ৪ পেলাম । সেটা একটা দুর্গের ধ্বংসাবশেষের মধ্যে অধস্থিত , আশপাশের একটি গ্রামে দু তিন দিন আমি ছিলাম । যে বাড়ীতে আমি বাসা নিয়েছিলুম, সেই বাড়ীত্ব গৃহস্বামিনী ধর্ষীয়সী মহিলা । তিনি আমাকে ঐ গুগের ইতিহাস বিধৃত করেন । তার কাহিনী এমন চিন্তাকর্ষক যে, আমি তাই শুনে ঐ ফুর্গের একটা নক্স! করবার (লাভ সামলাতে পারলাম না। কাগজে ইতিহাসটাও টুকে নিয়েছি । সে কাহিনীর খসড়া আমার কাছে আছে, তোমাকে দিচ্ছি " এই বলিয়। ডিক্ আমার হাঙে এক ভাড়া কাগজ দিলেন । এই পাণ্ডুলিপির সাহায্যে আমি এং বিবৃত করিতেছি । কাহিনী Well, lords, we have not got that which we have ; 'T is not enough our foes are this time fled, Being opposites of such repairing nature. Second Part of Henry VI. ঈষ্ট লোথিয়ানএর উৰ্ব্বর ক্ষেত্র হইতে যে উপত্যক+ ভূমি ক্রমে উপরে উঠিয়াছে, সেই উপত্যকাভূমির উপর এক সময়ে একটা বিশাল দুর্গ ছিল—এখন তাহার ধ্বংসাবশেষ বিদ্যমান বহু প্রাচীনকাল ইষ্টতে এই দুর্গের মালিকরা ব্যারম্-বংশীয় ছিলেন । এই ব্যারম্-বংশ শৌর্য-বীর্য্যে বিখ্যাত ছিলেন । , দুর্গের নাম র্যায়েনসউড । উহার অধিকারীরাও ঐ নামে পরিচিত ছিলেন। এই ব্যারম্ বংশ অতি । প্রাচীন এবং দেশের প্রসিদ্ধ ও সম্রান্ত ডগলাস, হিউম, সুইনটন, হে প্রভৃতি বংশের সহিত বৈবাষ্টিকসুত্রে আবদ্ধ হইয়াছিলেন । স্কটল্যাণ্ডের ইতিহাসে এক্ট সকল ধংশের উল্লেখ এবং সংস্রব আছে । জাতীয় ইতিহাসে তাহাদের কীৰ্ত্তিকাহিনী আমর হইয়ুi রঙ্গিয়াছে : বারউইক শায়ার ও লোথিস্থানের মধ্যবৰ্ত্তী গিরিসঙ্কটে র্যাভেনমউ৬ দুর্গ তাধস্থিত । বহুবার এই দুর্গ শত্রুর দ্বার স্বাক্রান্ত ইয়াছিল । কিন্তু দুর্গাধিপতিগণ বীরবিক্রমে শত্রুর আক্রমণ প্রতিহত করিয়া দুর্গের সন্মান রক্ষা করিয়াছিলেন । সে সকল যুদ্ধে গাধিপতিগণ যথেষ্ট খ্যাতি অর্জন করিয়াছিলেন । কিন্তু অস্তবিপ্লব দেখা দেওয়ায় ৫াঁপিপগণ সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বিশেষভাবে হীনবীৰ্য্য হইয় পড়েন । বিপ্লবের সময়, র্যাভেন্‌সউড়ের শেষ অধিস্বামী, পূৰ্ব্বপুরুষগণের অধিকৃত দুর্গ ত্যাগ করিয়া সমুদ্র-উপকূলবৰ্ত্তী একটি নির্জন দুর্গে আশ্রয় গ্রহণ করেম। এই দুর্গটি সেন্ট এ্যাব হেড এবং আইমাউথ গ্রামের মধ্যবৰ্ত্তী স্থানে অবস্থিত । এই দুর্গ হইতে জাৰ্ম্মাণ সাগরের তরঙ্গভঙ্গ দৃষ্টিগোচর হইত। এই নব আবাসের চারিদিকে বিস্তীর্ণ গোচারণভূমি বিরাজিত । উহাই ছৰ্গস্বামীর সম্পত্তির অবশিষ্ট অংশ । লর্ড র্যাভেন উড়—শেষ দুর্গাধিপ-নুশুন জীবনে অভ্যস্ত হইতে পারেন নষ্ট : ১৬৮৯ খৃষ্টান্ধের গুহুবিবাদে তিনি ষে পক্ষ অবলম্বন করিয়াছিলেন,