পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রেজ, পায়ে, দড়ি বাধা হবে—এই রকম ব্যাপার। আমার সে ভাল লাগল না । কাজেই কাজে ইস্তফা দিয়ে স'রে পড়লাম। তখন গুনলাম, দেশে কাজের সম্ভাবনা আছে । জন্মভূমির জন্য প্রাণ কেঁদে উঠলো। ভিখিরীর মত এখানে এসেছি । দেশের লোককে আমার অভিজ্ঞতার পরিচয় দেব বলে । ছজুর, এখন আমার জীবনের সব কাহিনী মোটামুটি জানলেন । তবে বিদেশে আমি কি রকম কাজ করেছিলুম, তার পরিচয় জানতে পারলেন না। সেটা আমার নিজের মুখে বলা ভাল দেখাবে না।” তুতীয় পরিচ্ছেদ For plcas of right let statesmen vex their head, Baille’s my business, and my guerdon bread ; And, with the sworded switzer, I can say, The best of cause8 is tho best of pay. Doune. পৃথ ক্রমেই বন্ধুর ও সঙ্কীর্ণ ভূঁইয়া পড়িতেছিল এ জন্ত আলোচনায় বাধ পড়িতেছিল । লর্ড মেনটিথ, অশ্ববলুগ। সংযত করিয়া অনুচরদিগের সহিত জনাস্তিকে কি আলোচনা করিলেন । ক্যাপ্টেন তখন দলের সৰ্ব্বাগ্রে চলিতেছিল। অঞ্চ ঘণ্টা ধরিয়া সকলে অতি কষ্ট্রে পথ অতিবাহন করিতেছিলেন । চড়াই পার হইয়া উপরে উঠিতেই একটা উপত্যক। দেখা গেল । সেই উপত্যকার মধ্য দিয়া একটা পাৰ্ব্বত্য নিঝরিণী বহিয়া ঢলিয়াছিল ৷ ডক্কার ধার দিধু পথিকরা অপেক্ষাকৃত সুস্থভাবে প অভিবাহন করিতে লাগিলেন । পথের দুর্গমতার জন্য লর্ড মেনটিথ, এতক্ষণ আলোচনা বন্ধ এাখিয়াছিলেন । সুযোগ বুঝিয়া তিনি পূৰ্ব্ব-আলোচনার স্বত্র ধরিয়া ক্যাপ্টেন ডালগেটিকে সম্বোধন করিয়া বলিলেন, “আপনার মত এক জন বহুদশী বীর, রাজ চালসের পক্ষ অবলম্বন করবেন না কি ? আপনি সুইডেনের বীর রাজার পক্ষে অনেক দিন ছিলেন । যার রাজা চালসের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে, তাদের দলে যোগ না দিয়ে রাজা চালসের পক্ষে থাকা কি বাঞ্ছনীয় মনে করেন না ?” ১২৫ ডালগেটি বলিল, “আপনি যথার্থ কথাই বলেছেন, লর্ড। আমারও সেই রকম ভেবে কাজ করা উচিত । কিন্তু, লর্ড মহোদয়, আমাদের দক্ষিণ অঞ্চলে একটা প্রবাদবাক্য আছে, মিষ্ট কথায় চি ড়ে ভেজে না । আমি দেশে ফিরে এসে অনেক কথাই শুনেছি। এক জন সৈনিক, তার নিজের সুবিধামত সম্মানজনকভাবে ধে কোন পক্ষ অবলম্বন করতে পারে, এ ধারণ আমার হয়েছে। লর্ড মঞ্জের, আপনাদের দলের লোক বলেন, রাজভক্তিই চরম কাম্য, অপর পক্ষ বলেন, স্বাধীনতা । রাজা যুদ্ধ" ঘোষণা করেছেন, পালামেণ্ট চাৎকার ক'রে আর এক কথা বলছেন—মণট্রোজ বেঁচে থাকুক, ডোনাল্ড এ কথা তারস্বরে ঘোষণা করছেন ; আর্গাইল ও লেভেন ও নিজেদের কথা জানাতে কমুর করছেন না ; পুরোহিত চেচিয়ে বলছেন, ধৰ্ম্মৰাজকদের জন্ত যুদ্ধ কর । সকলেই যে যার কথা বলছেন । কার দিকে ন্যায়যুক্তি বিদ্যমান, তা “আমি জানিনে । কিন্তু এদের চাইতেও ভীষণতম যুদ্ধে আমি আত্মনিয়োগ ক’রে এসেছি, এ কথাটা আমি জানি ও বুঝি।” লর্ড বলিলেন, “ক্যাপ্টেম, আপনি ত সবই বললেন । এখন বলুন ত কোম্ দলে, কি হ'লে আপনি যেতে রাঞ্জি আছেন ?” সৈনিক-পুরুষ বলিল, "টো ব্যাপার—তাও জটিল নয়, সোজা । প্রথম হচ্ছে, যে দল আমাকে চাইবেন, আমার সাহায্য সন্মানজনক ব’লে মনে করবেন ; দ্বিতীয়ুটা প্রথমটারই একটা অংশ-অর্থাৎ কৃতজ্ঞ-হৃদয়ে ষে পক্ষ আমার সাহায্য নেবেন । আর যদি আমার নিক্তের কথা জিজ্ঞাসা করেন, ত হ’লে উভয় দিক বিচার ক’রে আমি বলি, পালামেণ্টের পক্ষে যোগ দেওয়াটাই যেন বাঞ্ছনীয় ,” গড় বলিলেন, “দেখুন, আপনাকে আমি ভাল ক'রে বুঝিয়ে দিতে পারব বলে মনে করি ; আমার যুক্তি শুনলে আপনি দ্বিমত করতে পারবেন না ।” ক্যাপ্টেন বলিল, “যুক্তি মানতে আমি রাজি আছি । যদি আমার কথা ধরেন, তা হলে আমি বলি যে, আমার সন্মাণ ও স্বার্থটা আমি দেখৰ । শুধুন, হাইল্যাগুরা দলে দলে রাজার পক্ষে এখানে সমবেত হয়েছেন, বা ইবেন । মশাই, আপনি হাইল্যাণ্ডদের প্রকৃতি কি, তা হয় ত জানেন । তারা যে শারীরিক শক্তিতে বলবান এবং দুৰ্জ্জয় সাহসী, তা আমি স্বীকার করি। যুদ্ধেও তারা বেশ সাহস দেখাবে, তাও আমি জানি । কিন্তু তার যুদ্ধের শৃঙ্খলা বা রীতিনীতি ভাল জানে