পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ ভাল ভাবে টীক দিতেন, তা নয় । টাকার জন্য অনেক অসুবিধ হাত । বাধ্য হয়ে পুরোনো পরিচিত বন্ধুবান্ধবদের সাহায্য নিতে চত। তবে রাজকীয় সেনাদগে থাকায়, ভেতরে ভেতরে আমরা কোথায় কি করতাম, না করতাম, তার খোজ কেউ রাখত না । এটাই ছিল সুবিধার বিষয় । অভিজ্ঞ যোদ্ধার পক্ষে এই একটা সুবিধা ছিল যে, সম্রাটের কাছে বেতন না পেলেও অন্য রকমে তাদের পুষিয়ে যেত ।” লর্ড প্রশ্ন করিলেন, “মুদে আসলে সব আদায় হয়ে যেত নিশ্চয় ।" ডালগেটি প্রশাস্তভাবে বলিল, “আঞ্জে, তা ষে ত, হুজুর। কোন সৈনিক পুরুষের জবাবদিগ করাট। ভারী লজ্জার বিষয়—সেটা আমাদের করতে रुङ नी !” লর্ড মেনটি থ বলিলেন, "আচ্ছা, মশাই বলুন ত, এমন লাভের চাকরী আপনি ছেড়ে দিলেন কেন ?" সৈনিক পুরুষ বলিল, “ও কুষ্টলিগ্যান নামে এক জন আইরিশ আমাদের সেনাদলের মেজর ছিল । আমাদের কোন জাত বড়, এই নিয়ে তার সঙ্গে বচস হয় । সে আমাকে আঘাত করে । তার ফলে আমরা দুজনে দ্বন্দ্বযুদ্ধ করি । ওয়ালটার বাটলার আমাদের সেনাপi è । তিনি নিজের স্বজাতি দে?ে তার প্রতি লঘু দণ্ড আর আমার প্রতি কঠোর দণ্ড দেন । সেটা আমি হজম করতে পারলাম না । কাযেই স্পানিয়ার্ডদের অধীনে কাজ নিলুম " লর্ড মেন্‌টিথ বলিলেন, “এ পরিবর্তনে আপনাব সুবিধ হয়েছিল বোধ হয় ?” ৱিটমাষ্টার বগিগ, “সত্য বলতে কি, আমার অভিযোগ করবার কিছু ছিল ন!' মাইনে ঠিক মতই পাওয়া যেত। থাকবার জায়গা ৪ ভাল পেয়েছিলাম । আহাৰ্য্যও ভাল ছিল । বিশেষ কোন কfঞ্জ ও করতে হত না। আমরা যে যার খুলী মত কাজ করতাম।" লর্ড মেনটিথ প্রশ্ন করিলেন, "এমন সুধিধার কাজ আপনি ছাড়লেন কেন ?" ক্যাপ্টেম ডেলগেটি বলিল, “এই পানিয়ার্ডর ভারী অঙ্গঙ্কার । বিদেশী সাহসী সামরিক কৰ্ম্মচারীদের তার পছন্দ করত না । তা ছাড়া, ধৰ্ম্ম সম্বন্ধে আমার মনে একটা কাটা খচখচ ক'রে বিধতো " লর্ড বলিলেন, “ক্যাপ্টেন ডেলগেট, আপনার মত এক জন প্রবীণ সৈনিক, যিনি বারবার চাকরী বদল করেছেন, তার ধৰ্ম্মসম্বন্ধে কোন বাদ-বিচার থাকতে পারে, তা আমি ভেবে দেখিনি /* সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী ক্যাপ্টেন ডেলগেটি বলিল, “আমারও ও সর্ব বালাই নেই । যে সেনাদলে কাজ করি, তার ধৰ্ম্মযাজক আমার ধম্মের ব্যবস্থা করবেন, এটাই ছিল আমার ধারণা। আমি শুধু বুঝতুম আমার মাইনে আর বৃত্তি। কিন্তু এ ক্ষেত্রে ধ্যাপারটা একটু স্বতন্ত্র গোছের । এ সেনাদলে আমায়ু উপদেশ দিতে পারে, এমন ধৰ্ম্মযাজক কেউ ছিলেন না। আমি প্রোটেষ্ট্যান্ট ধ’লে সবাই আমাকে ঠাট্টা-বি দপ করত । অথচ নানাযুদ্ধে আমি বিজয়-মাল্য লাভ করেছি। তারা ভাব ত যে, আমি সেনাদলের সঙ্গে গিয়ে উপাসন করব । কিন্তু ভেবে দেখুন, আমি স্কটল্যাণ্ডের লোক, এবার্ডিন কলেজে পড়েছি, সে রকম উপাসনা আমার কাছে পোপের ধৰ্ম্মমতের গোড়ামি ব'লে মনে লেগেছিল । পৌত্তলিক ই বি প্রশ্রয় দিতে আমার মন চায় নি। আমি এ বিষয়ে আমার দেশের ফাদার ফ্যাটিসাইডের কাছে উপদেশ--” লর্ড মেনটিথ ব!ধা দিয়া বলিলেন,"এই ধৰ্ম্মযাজকের কাছ থেকে আপনি পরিস্কার উপদেশ পেয়েছিলেন ?” “হ্যা, তা পেযেছিলুম-জলের মত সোজ! ক’রে তিনি ঝিয়ে দিয়েছিলেন । ফাদার ফ্যাটিসাইড বলছিলেন যে, আমার মত লোকের উপাসনায় ষাওয়া ও যা, ন যাওয়া" ভাই । এই রকম উপদেশ পেয়ে, হতাশ হয়ে আমি এক জন ড্ৰচ ধৰ্ম্মযাজককে জিজ্ঞাস করি । তিনি বলেন যে, আইনতঃ আমার উপাসনায় যোগ দেও8৷ ষ্টচি • । কারণ, রাজা নিজেক্ট নতজানু হয়ে উপাসনা করেন । এ উত্তর কি স্তু সস্তোষ" জনক বোধ হল ন! ! আমার বিবেক তাতে সায় দিল না ।" “তই পুঝি অtলার চাকরী ছেড়ে দিলেন ?” “ভাই, হুজুর । দুই একটা ছোটখাট শক্তির অধীনে কাজ করবার পর গুল্যাণ্ডের আশ্রয় নিলুম।” “সেখানে আপনার মন টিকেছিল $ ?" সৈনিক বলিল, “ওদের মাইন দেবার রীতিটা চমৎকার । ধার দেওয়া নই, নেওয়া নেই। বাকী-বকেয়ু! মেই—সব টাকা চুকিয়ে দেবার ব্যবস্থা আছে । থাকবার জায়গা ও চমৎকার । ভা তার ব্যবস্থাও ভাল । কিন্তু ওদের একটা সামান্ত চtধাও যদি কোন সৈনিকের বিরুদ্ধে নালিশ করে— মাথা ভেঙ্গে দিয়েছে, বা কোনও মদের দোকানের টিন ফাটিয়ে ফেলা হয়েছে, অমনি সম্রাস্ত সৈনিককেও আদালতে টেনে নিয়ে যাবে-সামরিক বিচারালয়ে নয়, এক জন গ্রাম্য বিচারকের কাtছ । সেখানে কয়েদ-ঘরে সৈনিককে আটক থাকৃতে হবে, হাতে